Viral Video: হাতে ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ, মুহূর্তে ভাইরাল এই মেয়ের আশ্চর্য ক্ষমতা

Female Archer Viral Video: একজন মহিলা তিরন্দাজকে দেখা গিয়েছে হাতের উপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ করতে। ভাইরাল ভিডিয়োটিতে (Viral Video) তিরন্দাজ মহিলা তাঁর খেলাকে চতুর্গুণ কঠিন করে তুলেছেন তিনি নিজেই। আর সেই দেখে মুগ্ধ হয়েছেন অধিকাংশ নেটিজেন।

Viral Video: হাতে ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ, মুহূর্তে ভাইরাল এই মেয়ের আশ্চর্য ক্ষমতা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 10:21 AM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে থাকা কত অজানা প্রতিভার কথা আজকাল নিমেষে জানা যায়। তিরন্দাজি (Archery) একটি জনপ্রিয় খেলা (sport)। সাধারণ ভাবে ধনুক এবং তির ব্যবহার করা সহজ বলে মনে হতে পারে, কিন্তু আসলে এই খেলা তত সহজ নয়। তির, ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করা বেশ কঠিন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে একজন মহিলা তিরন্দাজকে দেখা গিয়েছে হাতের উপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ করতে। ভাইরাল ভিডিয়োটিতে (Viral Video) তিরন্দাজ মহিলা তাঁর খেলাকে চতুর্গুণ কঠিন করে তুলেছেন তিনি নিজেই। আর সেই দেখে মুগ্ধ হয়েছেন অধিকাংশ নেটিজেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা হাতের উপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ করছেন। শুধু তাই নয়, তিরের ফলায় আগুন জ্বালিয়ে নিয়েছেন ওই মহিলা। তুষারময় কোনও এক এলাকায় তিনি আছেন। বরফের মাঝখানে একটি তিরের ফলায় আগুন জ্বালিয়ে নেন তিনি। তারপর মাটিতে পুঁতে রাখা দু’টি কাঠের উপর হাতের ভরে উঠে পড়েন। পায়ে ধরা থাকে ধনুক। এক পায়ে ধনুক ধরে অন্যপায়ে তির টানেন। দেহের সমস্ত ভর তখন দুই হাতের উপর। ও দিকে তিরের ফলায় জ্বলছে আগুন।

সম্প্রতি @MorissaSchwartz নামের একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি পোস্টের পরেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। জানা গিয়েছে এই তিরন্দাজের নাম ওডিসা কেলি (Odisha Kelly)। ইনস্টাগ্রামেও তিনি যথেষ্ট জনপ্রিয়। প্রায় 2 লাখেরও বেশি মানুষ ওডিসাকে ফলো করেন। তিনি প্রায়ই এই ধরনের অদ্ভুত ভিডিয়ো পোস্ট করেন। নেটিজেনরাও বিভিন্ন কমেন্ট করেছেন ভিডিয়ো দেখে। কেউ বলেছেন, “অসাধারণ প্রতিভা। আমি ভিডিয়োটা রীতিমতো 2 বার দেখলাম।” কেউ আবার লিখেছেন, “আমি দেখে মুগ্ধ। কী সুন্দর অবলীলায় পুরো জিনিসটা করে ফেললেন।” তৃতীয় এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি অনেককেই আগে দেখেছি এমনভাবে পা দিয়ে তির ছুড়ে লক্ষ্যভেদ করতে। তবে ইনি অসাধারণ!”