Viral Video: মেট্রোর কামরায় ভিক্ষা করছেন এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি, এমন ঘটনা ভাইরাল হল প্রথমবার
Latest Viral Video: ভিডিয়োটি মাত্র কয়েক সেকেন্ডের। এখনও পর্যন্ত তাতে অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: গত কয়েক মাস ধরে দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। কখনও দম্পতির চুম্বন এবং কখনও পোল ডান্সের কারণে দিল্লি মেট্রোকে অনেক ট্রোল করা হয়েছিল। এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা নিয়ে অধিকাংশ নেটিজেনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। দিল্লি মেট্রোয় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ভিক্ষা করতে দেখা গিয়েছে। ভারতীয় রেলের ট্রেনে প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। কিন্তু মেট্রোয় এমনটা আগে দেখা যায়নি বলেই নেটিজেনদের বক্তব্য। শুধু তাই নয়, কেউ এটাকে ঠিক আর কেউ ভুল বলে মনে করেছেন। অনেক নেটিজেন এর জন্য DMRC কে দায়ী করেছেন।
অনেক সময়ই ভিক্ষুকদের ভারতীয় রেলের ট্রেন বা স্টেশনে ভিক্ষা করতে দেখা যায়। এই ভিডিয়োতে দিল্লি মেট্রোতে এক বৃদ্ধকে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। কিছু লোক দাঁড়িয়ে আছে আর কিছু লোক মেট্রোতে বসে আছে। এই বৃদ্ধটি সবার কাছে গিয়ে টাকা চাইছে। মেট্রোর এক যাত্রী তার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিয়ো। ভাইরাল হওয়ার পর DMRC টুইট করেছে। ডিএমআরসির তরফে টুইটে জিজ্ঞাসা করা হয়েছে, “ট্রেনের ভিতরে এবং বাইরে কোচ নম্বর লেখা আছে, অনুগ্রহ করে কোচ নম্বর বলুন।”
When did this start happening in the metro?
(A physically challenged person begging in the metro coaches) @OfficialDMRC pic.twitter.com/3AmHd2AUph
— Mehak Sharma (@writerindenial) July 24, 2023
ভিডিয়োটি মাত্র কয়েক সেকেন্ডের। এখনও পর্যন্ত তাতে অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছেন, কেউ বলেছেন, “এভাবে চলতে থাকলে এখন আপনি মেট্রোতেও আয় করতে পারবেন।” আরও এক ব্যক্তি লিখেছেন, “ডিএমআরসি যতই নির্দেশিকা জারি করুর না কেন, তাতে কোনও ফল পাওয়া যায় না।”