Viral Video: ‘দ্য ব্যাটম্যান’ দেখতে সিনেমা হলে হাজির আসল বাদুড়! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই শুরু

Viral Video: কমিকস (Comics) হিসেবে তো বটেই, কমিসকের অ্যাডাপশনে তৈরি সিনেমার নিরিখেও ব্যাটম্যান (The Batman) সিরিজ বরাবরই প্রশংসিত।

Viral Video: দ্য ব্যাটম্যান দেখতে সিনেমা হলে হাজির আসল বাদুড়! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই শুরু
ব্যাটম্যান।

| Edited By: Sohini chakrabarty

Mar 08, 2022 | 9:30 PM

বড় পর্দায় চলছিল দ্য ব্যাটম্যান (The Batman)। আর তা দেখতে সিনেমা হলে হাজির হয়েছিল আসল বাদুড়ের (Bats) দল। তাদের দৌড়াত্মে শেষ পর্যন্ত সিনেমা হলে (Viral Video) বন্ধ করে দিতে হয় সিনেমা। যতই হোক, ব্যাটম্যান সিরিজে বিশাল বড় ভক্তও বলবেন, রুপোলি পর্দাতেই পছন্দের কমিক চরিত্রদের সেরা লাগে। বাস্তবে মাথার উপর বাদুড় উড়ে বেড়ালে আর যাই হোক, সিনেমা দেখা সম্ভব নয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে ঠিক এমন কাণ্ডই ঘটেছে। সিনেমা হল থেকেই এক দর্শক টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, বন্ধ করে রাখা হয়েছে সিনেমা। আর দর্শকদের মাথার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে বাদুড়।

দেখুন সিনেমা হলে বাদুড় উড়ে বেড়ানোর ভাইরাল ভিডিয়ো

ওই টুইটারিয়ান ভিডিয়ো শেয়ার করে মজার ক্যাপশনে লিখেছেন যে, তিনি ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি দেখতে এসেছিলেন। আর সিনেমা হলে আসল বাদুড়ও হাজির হয়েছে এই সিনেমা দেখতে। সোশ্যাল মিডিয়ায় বাদুড়ের ‘দ্য ব্যাটম্যান’ দেখতে আসার এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়ো দেখার পরেই দারুণ মজার কমেন্ট করেছেন টুইটারিয়ানরা। কেউ লিখেছেন, ‘ও নিজের দলের ছেলেকে সমর্থন করতে এসেছিল।’ কেউ বা লিখেছেন, ‘বাদুড়দেরও এই সিনেমা দেখার সম্পূর্ণ অধিকার রয়েছে’। টুইটারয়ানদের অনেকে আবার মজা করে লিখেছেন, ‘এবার জুরাসিক পার্ক পুনরায় রিলিজ করা হোক।’

কমিকস হিসেবে তো বটেই, কমিসকের অ্যাডাপশনে তৈরি সিনেমার নিরিখেও ব্যাটম্যান সিরিজ বরাবরই প্রশংসিত। হলিউডের তাবড় অভিনেতারা অভিনয় করেছেন ব্যাটম্যান সিরিজে। সম্প্রতি ‘দ্য ব্যাটম্যান’ রিলিজ হয়েছে। ৪ মার্চ রিলিজের পর থেকে এই সিনেমার বক্স অফিস কালেকশন তাকিয়ে দেখার মতো। সমস্ত পরিসংখ্যান ছাড়িয়ে তরতর করে বাড়ছে লাভের পরিমাণ। রবার্ট প্যাটিনসনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরাও। আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে নেটিজ়েনদের অনেকেই বলছেন, ‘বাদুড়দেরই ছবি। সিনেমা দারুণ হয়েওছে। তাই আসল বাদুড়রাও সিনেমা হলে দেখতে চলে এসেছে।’

আরও পড়ুন- Viral Video: ভয়ঙ্কর! ঘরে একা রয়েছেন মহিলা, অথচ বারবার ক্যামেরায় ধরা দিচ্ছে কার ছায়ামূর্তি?

আরও পড়ুন- Viral Video: ‘বচপন কা প্যায়র’ খ্যাত সহদেব নাচল নোরা ফতেহির ‘ড্যান্স মেরি রানি’- র ছন্দে, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: নিজে সরকারি কর্মচারী, বাবা শিক্ষক, তাও পণ ছাড়া বিয়ে না করার হুমকি ‘শিক্ষিত’ পাত্রের