সোশ্যাল মিডিয়ায় রোজ কত ভিডিয়োই তো ভাইরাল (Viral Video) হয়। তার মধ্যে কোনও ভিডিয়ো মজাদার, কোনও ভিডিয়ো একটু দুঃখের, কোনও ভিডিয়ো আবার একটু উদ্ভটই বটে। তবে ওয়াইল্ড লাইফের ভিডিয়ো সব সময়ই মন কেড়ে নেয় নেটপাড়ার লোকজনের। এবার এমনই একটি ভিডিয়ো দেখা গেল, যেখানে একটু উল্টো কাণ্ড দেখা গেল। একটি মোষকে (Buffalo) আক্রমণ করে এক সিংহী (Lioness)। উল্টো দিক থেকে আর এক মোষ এসে সেই সিংহীকে তুলে আছাড় মেরে দেয়।
ভিডিয়োটি যখন শুরু হয়, তখন দেখা যায় মহিষটিকে ততক্ষণে আক্রমণ করে ফেলেছে ওই সিংহী। তার শরীরের একটি অংশের মাংসও খেতে শুরু করে দিয়েছে সে। কিন্তু মহিষটি বেঁচে রয়েছে। আর তখনই হুট করে উল্টো দিক থেকে আসে আর এক মহিষ। সে এসেই ওই সিংহীকে আক্রমণ করে।
ওই মহিষ তার শিং দিয়ে তুলে আছাড় মারে সিংহীকে। একবার নয়। বেশ কয়েক বার আছাড় মারতে দেখা যায় মহিষটিকে। এখানেই শেষ হয়ে যায় ওই ভিডিয়ো। তাই তারপরে কী ঘটেছিল, তা জানা যায়নি। আর তা নিয়েই প্রশ্ন জেগেছে নেটপাড়ার লোকজনের।
গত ১ মার্চ এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ওয়াইল্ড অ্যানিমেল লাইফ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়। তার পর থেকে এখনও পর্যন্ত বহু মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রায় ৯ লাখের কাছাকাছি লাইক পড়েছে এই ভিডিয়োর। কমেন্টও করেছেন অনেকে। তাদের মধ্যে অনেকেই বলছেন, “এর পর বোধহয় ওই মহিষটিকে এমন কাজের বড় মূল্য চোকাতে হয়েছে।”
আরও পড়ুন: পুকুরে পড়ে যাওয়া থেকে বাচ্চা ছেলেকে বাঁচাল পোষ্য কুকুর, খুঁজে আনল হারানো বল, নেটিজেনরা অবাক!
আরও পড়ুন: জল খেতে আসাই হল কাল! আস্ত এক চিতাকে মুখে করে তুলে নিয়ে গেল কুমির, বিরল কাণ্ডে অবাক নেটিজেনরা
আরও পড়ুন: কানের পাশ দিয়ে বেরিয়ে গেল মৃত্যু! বাসের ধাক্কায় দু’টুকরো সাইকেল, বরাতজোরে প্রাণে বাঁচল ৯ বছরের ছেলে