Viral Video: বরের খাওয়া মিষ্টি দাঁতে কাটবে না কনে, মুখে ঠুসে দিতেই ঘটে গেল এই কাণ্ড

Viral Video Today: অর্ধেক রসগোল্লাটা যখনই কনের মুখে দিতে যাবেন বর, মেয়েটি তখন বেজায় বিরক্তি প্রকাশ করে। ইশারায় সে দেখাতে থাকে, অন্য আর একটা রসগোল্লা খেয়ে নেবে। কিন্তু বর যে ছাড়ার পাত্র নয়। তিনি কিছুটা জোর করেই কনের মুখে হাফ রসগোল্লা গুঁজে দেন। আর তাতে কনে তিতিবিরক্তি প্রকাশ করে আধ-খাওয়া রসগোল্লাটি মুখ থেকে ফেলে দেন।

Viral Video: বরের খাওয়া মিষ্টি দাঁতে কাটবে না কনে, মুখে ঠুসে দিতেই ঘটে গেল এই কাণ্ড
বর ও কনের এই কাণ্ড দেখে সকলে অবাক!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 7:54 PM

Latest Viral Video: ভারতীয় বিয়ে মানেই আলাদা একটা মজা। সেই মজা উপভোগ করতে উদগ্রীব থাকেন বর, কনে থেকে শুরু করে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা। তবে এদেশের বিয়ের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হতে থাকে। তা সে বিয়েতে নাগিন ডান্স হোক, বা হোক সে খাবার-দাবার নিয়ে দুইপক্ষের মধ্যে লড়ালড়ি। এমনকি, কখনও আবার মালাবদল নিয়েও বর-কনের মধ্যে লড়াইয়ের ভিডিয়োও আমাদের নজরে আসে। কিন্তু, একথা তো অস্বীকার করার উপায় নেই যে, কারও আনন্দ, কারও দুঃখেরও কারণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো সেই বিষয়টাই আরও একবার প্রকট করে দিল।

ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চের উপরে দাঁড়িয়ে বর ও কনে। পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বিয়ের রীতি অনুযায়ী, বর মিষ্টি খাওয়াবেন কনেকে। আবার কনেও তাঁর স্বামীকে মিষ্টি খাওয়াবেন। এখানে কনে প্রথমে বরকে মিষ্টি খাওয়ালেন। হলদে রঙের একটি রসগোল্লা খাওয়ালেন তিনি। কিন্তু বর পুরো রসগোল্লাটা খেলেন না। তাঁর বেটার হাফের জন্য কিছুটা বাঁচিয়ে রাখলেন।

এবার সেই অর্ধেক রসগোল্লাটা যখনই কনের মুখে দিতে যাবেন, মেয়েটি তখন বেজায় বিরক্তি প্রকাশ করে। ইশারায় সে দেখাতে থাকে, অন্য আর একটা রসগোল্লা খেয়ে নেবে। কিন্তু বর যে ছাড়ার পাত্র নয়। তিনি কিছুটা জোর করেই কনের মুখে হাফ রসগোল্লা গুঁজে দেন। আর তাতে কনে তিতিবিরক্তি প্রকাশ করে আধ-খাওয়া রসগোল্লাটি মুখ থেকে ফেলে দেন।

এ সময় ছেলেটি পকেট থেকে একটি রুমাল বের করে কনের মুখ মুছতে থাকে। কিন্তু তাতেও কনে মুখ ফিরিয়ে নেয়। এদিকে বর যখন কনেকে জোর করে রসগোল্লা খাওয়াতে যাচ্ছিল, তখন অতিথিরা রীতিমতো হইচই শুরু কর দিয়েছিল। কেউ কেউ আবার হাসিতেও ফেটে পড়েন। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @akash_pandey727 নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অ্যারেঞ্জ ম্যারেজে এরকমই হয়।’

মজাদার ক্লিপের ভিউ এর মধ্যেই 29 লাখ ছাপিয়ে গিয়েছে, 71 হাজার লাইক পড়েছে ভিডিয়োতে। মজার-মজার সব মন্তব্যও করেছেন নেটিজ়েনরা। একজন বললেন, ‘এরকম লোকজনের স্ত্রীরাই প্রতিবেশীর সঙ্গে পালিয়ে যায়।’ আর একজন যোগ করলেন, ‘মেয়েটা বুদ্ধিমতী, ছেলেটা বোকা।’ তৃতীয় জন জুড়লেন, ‘ছেলেটা মিষ্টি খেয়েছে বলে মেয়েটা আর তাঁর খাওয়া মিষ্টিতে মুখ দেয়নি।’ কেউ কেউ আবার বলেছেন, ‘ফালতু একটা ভিডিয়ো। এ নিয়ে হাসির কিছু নেই।’