Optical Illusion: চারটি সংখ্যা লুকিয়ে রয়েছে এই ছবিতে, উত্তরটা বলতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 25, 2022 | 8:04 PM

Four Numbers Hidden In This Photo: চারটি নম্বর লুকিয়ে রয়েছে এই ছবিতে। আপনাকে খুঁজে বের করতে হবে। খুব ভাল করে একবার ছবিটার দিকে তাকিয়ে দেখুন তো, খুঁজে পান কী না।

Optical Illusion: চারটি সংখ্যা লুকিয়ে রয়েছে এই ছবিতে, উত্তরটা বলতে পারবেন?
ভাল করে ছবিটা একবার দেখুন।

Follow Us

অপ্টিক্য়াল ইলিউশন (Optical Illusion) বা দৃষ্টিভ্রম রয়েছে, এমন ছবি আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই ধরনের ছবিতে থাকা রহস্যের সমাধান করার কাজটি জটিল হলেও তা অনেকের কাছেই মজাদার। আপনার মস্তিষ্ককে খেলার সুযোগ দেয় এমনতর অপ্টিক্যাল ইলিউশনের ছবি। আপনি ভাবছেন কিছু, আর সেই ছবিতে ধরা দিচ্ছে অন্য কিছু। এমনই একটি ছবি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হল। সেই ছবিটি দূর থেকে দেখলে লাল রং ছাড়া আর কিছু বোঝা যাবে না। কিন্তু একটু জ়ুম করলেই ছবিটির আসল কারসাজি ধরা পড়বে। আদতে ওই ছবিতে লুকিয়ে রয়েছে চারটি সংখ্যা। আর সেই সংখ্যাগুলিই আপনাকে খুঁজে বের করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় যে সব ইউজারর এই ছবিতে লুকিয়ে রাখা সংখ্যাগুলি ধরতে পেরেছেন, তাঁরা সত্যিই পুরস্কারের দাবি করতে পারেন। কারণ, আশ্চর্যের বিষয়টি হল ৯৯ শতাংশ মানুষই এই ছবিতে কী রয়েছে, কোন কোন সংখ্যা আছে, সেগুলি বুঝতে পারেননি। শত চেষ্টার পরেও খুঁজে পাননি তাঁরা। আপনিও যখন এই ছবিটি দেখবেন, তখন সেটিকে আর পাঁচটা ছবির মতোই সাদামাটা মনে করবেন। বড়জোর লাল রঙের সেই ছবিতে আপনি কিছু ডটস দেখতে পারেন। এর বেশি, সত্যিই সম্ভব নয়।

কিন্তু আপনি যদি মনযোগ সহকারে ছবিটি লক্ষ্য করেন, তাহলে দেখবেন তাতে রয়েছে কিছু সংখ্যা। অনেকেই এই ছবিতে লুকিয়ে থাকা সংখ্যাগুলি খুঁজে পাচ্ছেন না ঠিকই, তবে তা খুঁজে বের করা খুব একটা কঠিন নয়। খুব একটা কসরত না করেও আপনি খুঁজে পাবেন, ছবিতে কোন কোন সংখ্যা রয়েছে। তার জন্য ছবিটিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। আর তারপর একবার দূর থেকে ছবিটা দেখুন, তাহলেই দেখবেন সংখ্যাগুলি আপনি ধরতে পারছেন।

দূর থেকে কি ছবিটা একবার দেখলেন? ভাল করে দেখুন। খেয়াল করবেন, পরপর রয়েছে চারটি সংখ্যা। আর সেই সংখ্যাগুলি লেখা রয়েছে ইংরেজিতে। এবার একবার দেখুন তো ধরতে পারেন কী না। পরপর সংখ্যাগুলি হল 3, 3, 1 এবং 3। এবার আরও একবার ছবিটির দিকে তাকিয়ে চেক করে নিন। আপনার গেস করা উত্তরটি সঠিক ছিল কী না, এবার মিলিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন: আপনমনে খেলছিল একরত্তি, হঠাৎই এক বন্য বাঁদর এসে টানতে টানতে নিয়ে গেল, শিউরে ওঠার মতো ভিডিয়ো

আরও পড়ুন: সরকারি স্কুলে জন্মদিনের পার্টি, বন্দুক উঁচিয়ে যুবকদের নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: এই ছবিতে কী দেখতে পাচ্ছেন? দেখার উপরেই নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব

Next Article