Viral Video: এবার দিল্লি মেট্রোতে যুগলে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন একে অপরকে, ভাইরাল ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্ক

Viral Video Today: ফের বিতর্কে দিল্লি মেট্রো। এবার এক যুগলকে (Couple) প্রকাশ্য দিবালোকে চুম্বন (Kissing) করতে দেখা গেল। একে অপরের হাত ধরলেন, চুমু খেলেন এবং তারপরে জড়িয়ে ধরলেন। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

Viral Video: এবার দিল্লি মেট্রোতে যুগলে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন একে অপরকে, ভাইরাল ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্ক
ফের বিতর্কে দিল্লি মেট্রো।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 4:24 PM

Latest Viral Video: নিত্যদিন নিত্যনতুন ভিডিয়ো। তার সবকটা ঘিরেই জোর বিতর্ক, ভাইরালও হচ্ছে একপ্রকার নিয়ম করে। দিল্লি মেট্রো আছে দিল্লি মেট্রোতেই (Delhi Metro)। কয়েক দিন আগে একটি মেয়েকে দেখা যায়, ব্রা পরেই মেট্রোয় সফর করতে। পরে জানা যায়, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিদিম চানানা। তারপরে দেখা গেল, সিটে বসা নিয়ে দুই মহিলা যাত্রীর মধ্যে বাদানুবাদ চরমে উঠতেই একজন অপর জনের দিকে গোলমরিচ স্প্রে করে দিলেন। এহেন দিল্লি মেট্রোতেই এবার এক যুগলকে (Couple) প্রকাশ্য দিবালোকে চুম্বন (Kissing) করতে দেখা গেল। একে অপরের হাত ধরলেন, চুমু খেলেন এবং তারপরে জড়িয়ে ধরলেন। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

যদিও, এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের একাংশ তীব্র সমালোচনা করেছেন। কেউ ওই যুগলকে ভর্ৎসনা করেছে, কারও রোষানলে আবার সেই মানুষটি, যিনি এই ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। কেউ তো আবার মেট্রোতে কোনও কঠোর নিয়ম নেই বলে দিল্লি মেট্রোর কর্মকর্তাদের বিরুদ্ধে সরব হয়েছেন।

রিচা শর্মা নামের এক মহিলা এই টুইটার ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি লিখছেন, “দিল্লি মেট্রোর খুবই লজ্জাজনক একটি ভিডিয়ো, যা ভাইরাল হয়েছে। পাটনা জংশনের পর দিল্লি মেট্রোর এই ট্রেনটিতে থাকা সমস্ত যাত্রীদের বিব্রত করেছিল এই ঘটনা। খুবই লজ্জাজনক!” একজন এই ভিডিয়োর পরিপ্রেক্ষিতে কমেন্ট করে লিখছেন, “দিল্লি মেট্রো এই মুহূর্তে ভারতের সবচেয়ে ঘটমান জায়গা। আসন নিয়ে যাত্রীদের একে অপরের সঙ্গে লড়াই, নগ্ন হয়ে মহিলা মেট্রোয় চড়ছেন, যুগলরা প্রকাশ্যে চুম্বন করছেন, ইত্যাদি আমাদের দৈনন্দিন বিনোদনের অন্যতম উৎস হয়ে উঠেছে। এটা আসলে সংস্কৃতির পরিবর্তন!”

আর একজন যোগ করলেন, “দিল্লি মেট্রোতে এক দম্পতির চুম্বনের ভিডিয়ো শেয়ার করে দাবি করা হয়েছে, এটি সাংস্কৃতিক গণহত্যার কাজ। সত্যিই কি তাই? আমি যখন প্রথম বার ইউরোপে গিয়ে মানুষজনকেপ্রকাশ্যে তাঁদের ভালবাসা প্রকাশ করতে দেখেছিলাম, তখন আনন্দিত হয়েছিলাম। এমন একটা ঘটনা চাক্ষুষ করে আমার সত্যিই একটা অন্যরকম অনুভূতি হয়েছিল।”

প্রকাশ্যে চুমু খাওয়া কি এ দেশে অপরাধ?

প্রকাশ্যে চুম্বন এদেশে বেআইনি নয়। তবে কিছু নির্দিষ্ট স্থান এবং পরিস্থিতিতে এ বিষয়ে মানুষের আরও বেশি করে রক্ষণশীল হওয়া প্রয়োজন। এমন অনেক জায়গাই আছে, যেখানে সকলের সামনে চুমু খাওয়া সাংস্কৃতিকভাবে অনুপযুক্ত বলে বিবেচিত হতে পারে।

এমন উদারহরণও রয়েছে যেখানে জনসমক্ষে চুম্বনের জন্য যুগলদের জরিমানা করা হয়েছে, গ্রেফতারও করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সেই সব যুগলদের ‘অশালীনতা’ বা ‘জনশৃঙ্খল ব্যাহত করার’ অভিযোগ তুলতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এমন ঘটনাও রয়েছে যেখানে, প্রকাশ্যে চুম্বনের জন্য যুগলদের নীতিপুলিশদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে।