সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই অনেক ‘স্ক্রিপ্টেড’ ভিডিয়ো ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো দেখা গিয়েছে ইনস্টাগ্রামে। ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির চাকার তলায় আটকে গিয়েছে একটা টাকার নোট। আর এক ব্যক্তি নানা রকম কসরত করে সেটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু গাড়িটি দাঁড়িয়ে থাকায় কোনওভাবেই কোনও সুবিধা করতে পারছেন না ওই ব্যক্তি। একবার রাস্তায় হাঁটু মুড়ে বসে জুতো এবং প্যান্ট ঠিক করার অছিলায় চাকার তলা থেকে টাকার নোটটি বের করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পাছে ছিঁড়ে যায় সেই ভয়ে বেশি টানাটানি করেননি। এরপর গাড়ির পিছনে গিয়ে টেনে গাড়িটি তোলার, সরানোর চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাতেও বিশেষ সুরাহা হয়নি।
এরপর রাস্তার পাশের একটি ক্যাফেতে বসার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। সেখানে হাজির ছিলেন আরও অনেকেই। একটি টেবিলের দিকে এগিয়ে অনুমতি নিয়ে চেয়ার টেনে বসে পড়েন তিনি। এরপর অপেক্ষা করতে থাকেন গাড়ির চালকের। ওই ব্যক্তির প্ল্যান ছিল চালক গাড়ি নিয়ে এগোলেই দৌড়ে গিয়ে টাকা কুড়িয়ে নেবেন তিনি। এদিকে ক্যাফেতে বসে থাকার সময় গাড়িটির কাছেকাছি গিয়েছিলেন দু’জন। এক যুবক রাস্তা পরিষ্কার করতে এসেছিলেন। গাড়ির চাকার তলায় আটকে থাকা নোটের উপর দিয়েও মোছার যন্ত্র তিনি চালিয়ে দেবেন কিনা একথাই ভাবছিলেন উল্টো দিকের ফুটপাথের ক্যাফেতে বসা ওই ব্যক্তি। কিন্তু এ যাত্রায় তা হয়নি। চাকার আশপাশ পরিষ্কার করেই ওই যুবক চলে যান।
দেখে নিন এই ভাইরাল ভিডিয়ো
তাঁর আগে এসেছিলেন এক মহিলা। তিনিও একবার গাড়ির যে চাকার তলায় নোট আটকে রয়েছে সেখানে দাঁড়িয়েছিলেন। রাস্তায় নামিয়ে রেখেছিলেন হাতের ব্যাগ। কিন্তু তারপর ব্যাগ হাতে তুলে এগিয়ে যান তিনি। বোঝা যায় চাকার তলায় আটকানো নোট মহিলার নজরে আসেনি। সব শেষে হাজির হন গাড়ির চালক। চাবি নিয়ে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসেন তিনি। পোশাক দেখে মনে হয়েছে তিনিই ওই গাড়ির মালিক। এবার নোট কুড়োনোর প্রস্তুতি নিতে শুরু করেন ক্যাফেতে বসা ওই ব্যক্তি। আর তারপরই হয় আসল মজা। ওই ব্যক্তি চেয়ার থেকে ওঠার আগেই আশপাশের সকলেও উঠে দৌড়তে শুরু করেন গাড়ির দিকে। বোঝা যায় তাঁরা সকলেই ওই নোটটি কুড়নোর জন্য অপেক্ষা করছিলেন।
ghantaa নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই মজার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। প্রায় আড়াই লাখের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। একদম শেষ মুহূর্তে ভিডিয়োর টুইস্ট দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরাও।
আরও পড়ুন- Viral Video: জিপিএস বিভ্রাট! ভুল নেভিগেশনে পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা, রেলিং ভেঙে খাদের ধারে ঝুলছে বাস
আরও পড়ুন- Viral Video: রুআফজা মেশানো চা! গোলাপি রঙের চা দেখে ক্ষুব্ধ নেট দুনিয়া