Viral Video: দুধের বিজ্ঞাপন তৈরি করায় ক্ষোভের মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানিকে! কী ছিল সেই বিজ্ঞাপনে?

বিজ্ঞাপনকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানি। যেখানে মহিলাদের রুপান্তর করা হয়েছে গরুতে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দুগ্ধ সংস্থা সিওল মিল্ক এই বিজ্ঞাপনটি তৈরি করেছে।

Viral Video: দুধের বিজ্ঞাপন তৈরি করায় ক্ষোভের মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানিকে! কী ছিল সেই বিজ্ঞাপনে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 5:42 PM

বিজ্ঞাপনকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানি। যেখানে মহিলাদের রুপান্তর করা হয়েছে গরুতে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দুগ্ধ সংস্থা সিওল মিল্ক এই বিজ্ঞাপনটি তৈরি করেছে।

বিজ্ঞাপনটি একটি ছোট মাঠের মধ্যে দিয়ে শুরু হয়, যেখানে কিছু মহিলা ঘাসের উপর শুয়ে আছে। কেউ যোগাসন করছে, কেউ বসে আছে, কেউ মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নদীর জল পান করছে তারা। এই পুরো দৃশ্যের মহিলাদের একটি বিশেষ সংবেদনশীলতার সঙ্গে চিত্রায়িত করা হয়েছে।

অন্যদিকে, ক্যামেরা নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে এই নারীদের ছবি তুলছে এক ব্যক্তি। তারপর ওই ব্যক্তি ঝোপের আড়ালে লুকিয়ে ছবি তুলছে, তার পায়ের শব্দে মহিলারা চমকে ওঠে। ঝোপের আড়ালে একজন পুরুষ আছে জানতে পেরে হঠাৎ পর্দার দৃশ্য পাল্টে যায় এবং সমস্ত মহিলা গরুতে পরিণত হয়। বিজ্ঞাপনের শেষে ট্যাগলাইন এসেছে – “শুদ্ধ জল, বিশুদ্ধ পশুখাদ্য এবং ১০০% বিশুদ্ধ সিওল দুধ”। এই বিজ্ঞাপনটিকে ঘিরেই শুরু হয়ে বিতর্ক।

দেখুন সেই ভাইরাল বিজ্ঞাপন,

বিজ্ঞাপনটি ‘সেক্সিস্ট’ এবং ‘বিরক্তিকর’ হওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে নেটদুনিয়ায়। এবং ভিডিয়োতে লোকটির আচরণকে “মোলকা” এর সঙ্গে তুলনা করেছে, যে গোপনে লোকদের চিত্রগ্রহণের অবৈধ কাজ করে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি আর কখনও সিওল মিল্ক পান করব না। মানুষকে কখনই গবাদি পশু হিসেবে বর্ণনা করা উচিত নয়, এবং স্পাই-ক্যামিং কখনই বিজ্ঞাপনের উপাদান হিসাবে ব্যবহার করা যায় না।”

গত নভেম্বর মাসের ২৯ তারিখে সিউল ডেয়ারি কোম্পানি এই বিজ্ঞাপন প্রকাশিত করে। এটি প্রথম নজরে পড়ে দক্ষিণ কোরিয়ার সাংবাদিক হোয়ান জংয়ের। তিনি টুইটারে লিখেছেন যে “এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে সেক্সি এবং সবচেয়ে বিপজ্জনক বিজ্ঞাপন।” এরপর থেকেই বিশ্ব জুড়ে এই বিজ্ঞাপনের নিন্দা শুরু হয়। এই কারণে গত ৮ ডিসেম্বর বিজ্ঞাপনটি নেট থেকে সরিয়ে দেওয়া হয়।

সিওল মিল্ক তাদের ওয়েবসাইটে ক্ষমা প্রার্থনার বিবৃতি আপলোড করেছে, যেখানে লেখা আছে, “২৯ নভেম্বর সিওল মিল্কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের দুধের বিজ্ঞাপনের ভিডিয়ো আপলোড করতে যাঁরা অস্বস্তি বোধ করেছেন তাঁদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং ভবিষ্যতে একই ধরনের সমস্যা যাতে না ঘটে সে জন্য আমরা আরও সতর্ক ব্যবস্থা নেব।”

আরও পড়ুন: তেঁতুল গোলা জলের পরিবর্তে ফুচকায় মিরিন্ডা, নেটিজেনদের নজর কাড়লেন জয়পুরের ফুচকাওয়ালা!

আরও পড়ুন: মালিকের জন্মদিনে হাততালি দেওয়ার চেষ্টা করল কুকুরটি, তারপর দেখুন কী ঘটল…