Viral Video: তরুণীর সঙ্গে যোগাসন অভ্যাস পোষ্য সারমেয়র! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজ়েনরা
তরুণী জানিয়েছেন, তাঁদের বাড়ির সমস্ত কাজেই মাঙ্গুসকে (এই কুকুরটির নাম) যুক্ত করা হয়। আর মাঙ্গুসের করা যোগা সেশনের আবার একটা বিশেষ নামও রয়েছে। একে বলা হয় Doga।
পোষ্যরা (Pet) যে কখন আপনাকে অনুকরণ করতে শুরু করবে সেটা ঠিক টের পাওয়া মুশকিল। আচমকাই হয়তো দেখা যায় যে আপনার প্রাণপ্রিয় পোষ্য আপনাকে নকল করে আপনার মতো কাজ করতে শুরু করেছে। ঠিক যেমন বাচ্চারা তাদের বা-মা বিশেষ করে মাকে অনুকরণ করে। তেমনই এক পোষ্য এবং তার মালকিনের মজার একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে যে, তরুণীর সঙ্গে যোগাসন করতে গিয়েছে একটি কুকুর। মাঝে মধ্যে তার ভাবভঙ্গি দেখে অবশ্য মনে হচ্ছে যে এসব শরীরচর্চায় (Work Out) মোটেই মন নেই তার। আবার কখনও কখনও বেশ নিখুঁত ভাবেই শরীরচর্চায় মন দিচ্ছে সে। ওই তরুণী এবং তাঁর পোষ্যের যোগাসন করার ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন তরুণীর সঙ্গে তাঁর পোষ্য সারমেয়র যোগাসনের মজার ভিডিয়ো
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে ওই তরুণী এবং তাঁর পোষ্য সারমেয় যোগাসন করার ম্যাট নিয়ে হাজির হয়েছে। তারপর যেভাবে তরুণী মাটিতে ম্যাট পাতলেন, ঠিক একইভাবে ওই কুকুরটিও ম্যাট পেতেছে। এবার শুরু হল শরীরচর্চা অবিকল তরুণীর মতো একের পর এক যোগাসন অভ্যাস করেন যাচ্ছিল কুকুরটি। স্ট্রেচিং থেকে নমস্কার, শবাসন এমনকি তরুণীর হাঁটুতে ভর দিয়ে ব্যায়াম— একে একে সবই বেশ নিখুঁত ভাবেই অভ্যাস করেছে ওই পোষ্য সারমেয়। জানা গিয়েছে, যোগাসন করা এই কুকুরের নাম মাঙ্গুস। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুর। টিকটক এবং ইনস্টাগ্রামে মাঙ্গুসের অনেক ফ্যান, ফলোয়ারও রয়েছে। তাঁরা মাঙ্গুসের এই যোগাসনের ভিডিয়ো দেখে বেশ চমকে গিয়েছে। ইতিমধ্যেই এক মিলিয়ন মানে ১০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিয়োর।
তরুণী জানিয়েছেন, তাঁদের বাড়ির সমস্ত কাজেই মাঙ্গুসকে যুক্ত করা হয়। আর মাঙ্গুসের করা যোগা সেশনের আবার একটা বিশেষ নামও রয়েছে। একে বলা হয় Doga। ডগ আর যোগা মিলিয়েই হয়েছে এই নামকরণ। সবচেয়ে মজার হল নতুন কোনও যোগাসন দেখলেই তা চট করে শিখে নিতে পারে মাঙ্গুস। আর তারপর এত সুন্দর করে সেটা পারফর্ম করে যে দেখলে মনে হবে এই কুকুর কোনও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। আদতে কিন্তু মাঙ্গুস একেবারেই ঘরোয়া। তবে এই পোষ্যের যে বুদ্ধিমত্তা দারুণ, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- Viral Video: বিয়ের পরক্ষণেই নবদম্পতির হাতাহাতি! প্রেমের সপ্তাহে এই ভিডিয়ো মন কাড়ল নেটাগরিকদের
আরও পড়ুন- Viral Video: কাঁচা বাদাম গানে নাচ আল্লু অর্জুন কন্যার, ‘আমার ছোট্ট বাদাম’, বললেন অভিনেতা
আরও পড়ুন- Viral Video: ৮ তলায় শাড়ি পড়ে গিয়েছে, ৯ তলা থেকে ছেলেকে বেডশিটে ঝুলিয়ে আনতে পাঠালেন মা, তারপর…