তারা যে শুধুই কিউট তা নয়। তাদের বুদ্ধিমত্তা হার মানায় মান ও হুঁশ বিশিষ্ট মানুষকেও। হ্যাঁ, আমরা সেই চারপেয়েদের কথাই বলছি, যাদের এক বার লেজ নড়াচড়ায় অন্ধকার একটা দিন আলো ঝলমলে হয়ে উঠতে পারে। সম্প্রতি একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক শিশু ও এক সারমেয়র কীর্তি ধরা পড়েছে সেই ভাইরাল ভিডিয়োয়। আর তা দেখে নেটপাড়া আকুল পাগলপারা! আপনার মুখেও হাসি ফুটিয়ে তুলবে সেই ভিডিয়ো।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন গুড নিউজ করেসপনডেন্ট নামের এক ইউজার। সেখানে দেখা গিয়েছে, একটি কুকুর এবং একজন শিশু বসে রয়েছে। ভিডিয়োটি যেই চলতে শুরু করল, দেখা গেল ‘মামা’ কী ভাবে ডাকতে হয়, তা শেখাচ্ছেন শিশুর অভিভাবক। এমন কি শিশুর হাতে লোভনীয় খাবার তুলে দিয়েও ‘মা’ ডাক শেখানোর মরিয়া চেষ্টা চলছে। কিন্তু দুধের সন্তান মা বলার আগেই লাইমলাইটে চলে এল সেই সারমেয়। সেই প্রথম বলে উঠল, ‘মামা’।
দেখুন ভাইরাল ভিডিয়ো
গুড নিউজ করসপনডেন্ট-এর তরফ থেকে টুইটারে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘মা এবং বাবা তাঁদের সন্তানকে মামা এবং আরও অনেক কিছুই শেখানোর চেষ্টা করছেন। কিন্তু হাসিতে কুটোপাটি খেতে হয় ভিডিয়োটি দেখে। সেই শিশুর আগেই মামা বলে উঠল কুকুরটি। আমার চোখে দেখা এ যাবৎ কালের সবথেকে স্মার্ট কুকুর।’
Mom & dad are trying to get their baby to say “mama” & “more”. Instead, they burst out laughing when their dog says it first. That’s one smart puppy!??⭐?⭐??
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) November 24, 2021
The dog said it first! Why no reward????
— Peche Lele (@LelePeche) November 25, 2021
I especially love the kid reacting to the dog as if to shut him up. “No, it’s MY turn to shine”.
— Amomynous (@motnevobrev) November 25, 2021
টুইটারে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় ১ লাখ ৪৩ হাজার ভিউজ় এবং তারও কয়েক গুণ বেশি রিঅ্যাকশন হয়েছে ভিডিয়োটির। অনেকেই যেখানে ওই সারমেয়র বুদ্ধিমত্তার কথা বলেছেন, সেখানেই আবার অনেকে কেউ কেউ দাবি করেছেন যে, ওই সারমেয়র সঙ্গেই শিশুটির বড় হওয়া উচিত।
আরও পড়ুন: Viral Video: স্কুলে পেনসিল চুরি, মামলা রুজু করতে থানায় ছুটল পড়ুয়া, নেটপাড়ায় হাসির রোল!