চলতি মাসে অল-আয়ারল্যান্ড টি-২০ কাপের একটি খেলা চলাকালীন হঠাৎ করে মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। সেও বল নিয়ে ফিল্ডিং করতে শুরু করে দিয়েছিল খেলোয়াড়দের সঙ্গে। সেটাই বেশ নজর কেড়েছিল নেটিজেনদের। ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবারও ঘটল একই ঘটনা। তবে এবার ক্রিকেট নয়, এবার পোষ্য খেলতে নামল বেসবলে।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গেছে যে, বেসবল খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ে একটি গোল্ডেন রিট্রিভার। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে মাইনর লিগ বেসবলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…
.@BatdogRookie got a little excited during his Sahlen Field debut with the @BuffaloBisons ?
We still love him @TrentonThunder. pic.twitter.com/2KJn8OnxNK
— Minor League Baseball (@MiLB) September 22, 2021
ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, কুকুরটির নাম রকি। এই দিন বাফেলো বাইসনস এবং লেহাই ভ্যালি আয়রনপিগসের মধ্যে বেসবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। বেসবলের মাঠে রকি যদিও অপরিচিত নয়। মাঠ থেকে ব্যাট তুলে আনার দায়িত্ব রকিরই। রকি হল ‘ট্রেন্টন থান্ডারস’ নামক একটি বেসবল দলের ‘ব্যাট ডগ’ (Bat Dog)। ভিডিয়োতে তার এই কান্ড থেকে এটা বোঝার অপেক্ষা রাখে না যে সে সত্যি ব্যাট ডগ। ইতিমধ্যে ভিডিয়োটি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে।
রকি তার কাজেও বেশ পারদর্শী। সেই কাজের ভিডিয়োও প্রথম পোস্টের কমেন্ট বক্সে শেয়ার করা হয়েছে মাইনর লিগ বেসবলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, রকি মুখে করে বেসবল ব্যাট নিয়ে আসছে মাঠের বাইরে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…
You’re doing amazing, sweetie. pic.twitter.com/ypBckHRVZ2
— Minor League Baseball (@MiLB) September 22, 2021
প্রথম পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে যে সাহলেন ফিল্ড অভিষেকের সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল রকি। সেখান থেকে জানা গেছে রকির রয়েছে অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। যেখানে এক নয় রকির একাধিক পোস্ট রয়েছে খেলার মাঠে। রকি প্রতিটি ভিডিয়ো এবং পোস্টে রয়েছে কয়েক হাজার লাইক। এখান থেকে বোঝাই যাচ্ছে যে বহু ইন্টারনেট ব্যবহারকারীর কাছে জনপ্রিয় সে। তাছাড়া নিজের দলের লোকের কাছে যে সে সবচেয়ে আদরের, এটা বলার বাকি রাখে না আর।
আরও পড়ুন: অল-আয়ারল্যান্ড টি-২০ কাপের একটি ম্যাচে ফিল্ডিং করতে নামল একটি পোষ্য কুকুর! দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: কুকুরের অপহরণ করল বানর! তিন দিন ধরে জিম্মায় রাখল কুকুরটিকে, কী হল তারপর?
আরও পড়ুন: হিমশীতল হ্রদে ডুবতে বসেছিল ক্যাঙ্গারু! উদ্ধার করলেন দুই যুবক, মানবতার নজির