Viral Video: বিয়ের অনুষ্ঠান শুরু হতেই ঘুমিয়ে পড়লেন মদ্যপ বর, তারপর কনে যা করলেন…
Viral Video Today: বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন। আকণ্ঠ মদ্যপান করে আসেন তিনি। এতটাই মাতাল ছিলেন যে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিসসু হয়নি।
Latest Viral Video: অসমে একটি বিয়ের ঘটনা নেটিজ়েনদের অবাক করেছে। এক কনে তাঁর বিয়ে ভেঙে দিয়েছেন। কারণ, বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন। আকণ্ঠ মদ্যপান করে আসেন তিনি। এতটাই মাতাল ছিলেন যে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিসসু হয়নি। বিবাহবাসরেই ঘুমিয়ে পড়েছিলেন মদ্যপ বর। অসমের এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, বিবাহবাসরে বসে রয়েছেন বর। অবস্থা তার মোটেই ভাল নয়। কোনও রকমে বসেছিলেন। তার অনতিদূরেই দেখা গেল, বিয়ের সরঞ্জাম। কিন্তু তিনি বেশিক্ষণ জেগে থাকতে পারলেন না। একজনের কোলে গিয়ে ঘুমিয়ে পড়লেন। বিয়ের আচার-অনুষ্ঠান চলাকালীন সময়েই বরকে অনেক সংগ্রাম করতে দেখা গিয়েছে। অবস্থা এতটাই সংকটজনক ছিল যে, বরের পিছনে আর একটা লোক বসে থেকে তাঁকে সাপোর্ট দেন।
#viralvideo: #Groom falls asleep during #wedding rituals, see how #bride reacts#assam #marriage #shocking #news #Trending
Subscribe to our YouTube page: https://t.co/bP10gHsZuP pic.twitter.com/jdfQehvdWC
— UnMuteINDIA (@LetsUnMuteIndia) March 12, 2023
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কনে। বরের কাণ্ডকারখানা দেখে কনে এতটাই রেগে যান যে, বিয়েটাই বাতিল করে দেন। তবে পাত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন গ্রামের প্রধান এবং স্থানীয় মানুষজন। কনের এক আত্মীয় বলেন, “শুধু বর নয়। তাঁর বাবাও গাড়ি থেকে নামতে পারছিলেন না। কারণ, ওরা দুজনেই আকণ্ঠ মদ্যপান করেছিলেন। এমন পরিস্থিতিতে বিয়ে না করার কনের সিদ্ধান্ত তাঁর জন্যও ভাল ছিল, তাঁর পরিবারের জন্যও ভাল ছিল। গ্রামের প্রধান এবং পুলিশ আমাদের সমর্থন করেছিল।”
সমগ্র ঘটনায় নেটিজ়েনরা হতবাক হয়েছেন। কীভাবে একটা বর তাঁর বিয়ের দিন মদ্যপান করতে পারেন এবং তারপরে আবার বিয়ে করতে আসতে পারেন, তা বিস্মিত করেছেন নেটপাড়ার লোকজনকে।