ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক যানবাহন। বিশেষ করে চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের। এই পরিস্থিতিতেই ঘটল এক অঘটন। সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে রাস্তার পাশে দাঁড় করানো একটি ইলেকট্রিক স্কুটার থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। পথচলতি লোকজন কিছু বোঝার আগেই আশপাশের অনেকটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্রমশ ওই নীল রঙের ইলেকট্রিক স্কুটার থেকে বেরনোর ধোঁয়ার পরিমাণ বেড়ে যাচ্ছিল।
কী হয়েছে বুঝতে না পারায় আশপাশের কেউই সাহস করে এগিয়ে স্কুটারটার কাছে যাচ্ছিলেন না। তাও ভিডিয়ো দেখা গিয়েছে, ধোঁয়া কমানোর জন্য এক ব্যক্তি প্রথমে স্কুটারটির সিট নামিয়ে দিলেন। তারপর আবার কী মনে হতে খুলেও দিলেন। ওই ব্যক্তির দেখাদেখি আর একজনও এগিয়ে এসেছিলেন। কিন্তু সিটে স্পর্শ করতেই আচমকা ফের গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। এদিকে ততক্ষণে দমকলে খবর দিয়েছেন স্থানীয়রা।
ভিডিয়ো দেখে মনে হয়েছে এই ভিডিয়ো বাজারের কাছাকাছি কোনও ব্যস্ত রাস্তায় তোলা হয়েছে। কারণ অনেক দোকানপাট ছিল এলাকায়। এদিকে ধোঁয়া বেরনোর সঙ্গে সঙ্গে হঠাৎ আগুন জ্বলে ওঠে ওই ইলেকট্রিক স্কুটারটিতে। দাউদাউ করে জ্বলতে থাকে সিটের ভিতরের অংশ। ক্রমশ বাড়তে থাকে আগুনের শিখা। আশপাশের সকলেই ভয়ে, আতঙ্কে এদিক ওদিকে সরে যান। দেড় মিনিটের এই ভিডিয়ো ক্লিপ (১.৫১ মিনিট) এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।
দেখুন সেই ভিডিয়ো
Buy a E Scooter and suffer pic.twitter.com/OGX6CxMmMb
— Patrao (@in_patrao) September 29, 2021
এই ভিডিয়ো ভারতের কোথায় তোলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। ওই ইলেকট্রিক স্কুটারে কী সমস্যা দেখা দিয়েছিল, সেটাও স্পষ্ট নয়। তবে টুইটারিয়ানদের অনেকেই ভিডিয়োতে কমেন্ট করে বলেছেন, সম্ভবত ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারিতে কোনও সমস্যা হয়েছিল। আর তাই হঠাৎ ওভাবে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। তারপর আবার আগুনও ধরে যায় ইলেকট্রিক স্কুটারটিতে। এই ঘটনায় ওই এলাকার আশপাশের লোকেরা যে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, ভিডিয়োতে সেটা বেশ স্পষ্ট ভাবেই বোঝা গিয়েছে।
আরও পড়ুন- Viral Video: বাড়িতে ঢুকে পড়েছিল কুমির! কীভাবে বাগে আনলেন যুবক? দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: রান্না করতে গিয়ে আগুন লেগে গেল চুলে! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়