Viral Video: রান্না করতে গিয়ে আগুন লেগে গেল চুলে! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

রান্না করতে গিয়ে চুলে আগুন লেগে গেল এক মহিলার। কিন্তু কিছু সময় অবধি তিনি বুঝতেও পারলেন না যে কোন ঝুঁকির মুখ থেকে তিনি বেরিয়ে এলেন। সেই দৃশ্যই ধরা পড়ে রান্নাঘরের সিসিটিভি ক্যামেরায়।

Viral Video: রান্না করতে গিয়ে আগুন লেগে গেল চুলে! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়
রান্না করতে গিয়ে চুলে আগুন ধরে গেছে, তাতেও হুঁশ নেই মহিলার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 6:37 PM

রান্না করার সময় একাধিক বার নানান দুর্ঘটনা ঘটে যায়। কখনও ছুরিতে হাত কেটে যায়, আবার কখনও আগুনের সংস্পর্শে এসে হাতে ছেঁকা লেগে যায় বা ফোস্কা পড়ে যায়। কিন্তু রান্না করতে গিয়ে চুলে আগুন ধরে যাওয়ার বিষয়টা একটু অন্য রকম এবং ভয়ঙ্কর তো বটেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল যা দেখে আপনিও চমকে উঠতে পারেন। রান্না করতে গিয়ে চুলে আগুন লেগে গেল এক মহিলার। কিন্তু কিছু সময় অবধি তিনি বুঝতেও পারলেন না যে কোন ঝুঁকির মুখ থেকে তিনি বেরিয়ে এলেন। সেই দৃশ্যই ধরা পড়ে রান্না ঘরের সিসিটিভি ক্যামেরায়। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখা যাচ্ছে যে, একজন মহিলা রান্নাঘরে রান্না করছিলেন। গ্যাসে কোনও রান্না চাপিয়ে দিয়ে তিনি নীচু হয়ে জিনিসপত্র নিচ্ছিলেন, সেই সময়ই আগুন লেগে যায় তাঁর চুলে। কিন্তু তিনি দ্রুত বিষয়টি বুঝতে পারেননি। চুলে আগুন লাগা অবস্থাতেই তিনি কাজ করে যান। প্রায় ৪৫ সেকেন্ড পর তিনি উপলব্ধি করেন যে তাঁর চুলে আগুন লেগে গেছে। খুব স্বাভাবিক ভাবেই তিনি সেই সময় ভয় পেয়ে যান এবং আগুনটাকে নিভিয়ে ফেলেন।

বিষয়টা ভয়াবহ রূপ না নিলেও যথেষ্ট আতঙ্কের ছিল। কিন্তু তার থেকে বেশি মজার বিষয় হল ওই ভদ্রমহিলা বিষয়টি উপলব্ধই করতে পারেননি। আর এখানেই তাঁর ভিডিয়ো হয়ে যায় ভাইরাল। সমগ্র কান্ডটি ধরা পড়ে রান্না ঘরের সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় এবং মহিলাটি আদতে একজন শেফ।

ভিডিয়ো প্রশান্ত সাহু নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। রান্নাঘরে এই ধরনের দুর্ঘটনার এড়াতে সব সময় অগ্নি নির্বাপক যন্ত্র রাখুন। বিশেষত গ্যাস বা উনুনে রান্না করার সময় বিশেষ মনোযোগ দিন।

আরও পড়ুন:  উত্তেজিত হয়ে হাতি ধাক্কা মারল যাত্রী বোঝাই বাসের জানলায়! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়ুন: ম্যানচেস্টারের এক রেস্তোরাঁর শোভা বাড়াচ্ছে লোহার দরে বিক্রি হওয়া ভারতীয় চেয়ার…

আরও পড়ুন: কলকাতার চকোলেট চা খেয়ে প্রতিক্রিয়া জানালেন এক ফুড ব্লগার! কী বললেন তিনি, দেখুন ভাইরাল ভিডিয়োয়