Viral Video: মাস্কের বদলে যাত্রীর মুখে অন্তর্বাস, ফ্লাইট থেকে নামিয়ে শেষ পর্যন্ত ব্যান করল এয়ারলাইন কর্তৃপক্ষ

Viral News: অন্তর্বাস পরে ফ্লাইটে উঠলেন ব্যক্তি। আর তার পরে তাঁকে যে নামিয়ে দেওয়া হল তাই নয়। ব্যানও করা হল। আর তার সেই অন্তর্বাস পরার পিছনে তিনি যা যুক্তি দিলেন...

Viral Video: মাস্কের বদলে যাত্রীর মুখে অন্তর্বাস, ফ্লাইট থেকে নামিয়ে শেষ পর্যন্ত ব্যান করল এয়ারলাইন কর্তৃপক্ষ
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 8:40 PM

ফ্লাইটে চড়েছেন। অথচ তাঁর মুখে মাস্ক নেই। কেন পরেননি? মাস্ক বাধ্যতামূলক, তারই প্রতিবাদ করতে গিয়ে মাস্কের বদলে মুখ ঢাকলেন অন্তর্বাসে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য সারা বিশ্বেই অতি সতর্কতা নেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যক্তি মাস্ক পরবেন না। কর্তৃপক্ষ যখন তাঁকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার কথা বলে, উল্টে তার প্রতিবাদ করতে থাকেন তিনি।

ফ্লোরিডার কেপ কোরালের সেই ব্যক্তির নাম আদাম জেনি। মাস্ক না পরে কেন অন্তর্বাস পরেছেন? তার উত্তরে তিনি জানালেন যে, বেশ কিছু ফ্লাইটে তিনি অন্তর্বাস পরেই ট্রাভেল করেছেন। আর সেই কথা বলতেই কেবিন ক্রুদের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন। তার পরই কেবিন ক্রুরা তাঁকে প্লেন থেকে নেমে যেতে বলে। ভাইরাল ভিডিয়োতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। প্রসঙ্গত, ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসিগামী একটি ফ্লাইটে ছিলেন তিনি।

তার পরই জেনি সেই বিমানের এক পরিচারিকাকে জিজ্ঞেস করেন যে, কেন তাঁকে নেমে যেতে হবে? উত্তরে সেই পরিচারিকা জানান, তিমি মাস্ক পরেননি এবং পরতে রাজিও নন। আর এই সমগ্র কথোপকথনের সময়ই জেনি তাঁর নাক এবং মুখ ঢেকে রেখেছিলেন অন্তর্বাস দিয়ে। তার পরে বিবাদ আর না বাড়িয়েই প্লেন থেকে নেমে যান।

এনবিসি ২ সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে জেনি বলেছেন, “আমি মনে করি ফ্লাইটে চড়ে ট্রাভেল করার সময় মাস্ক পরার কোনও যৌক্তিকতা নেই।” এর আগেও এই একই কাণ্ড তাঁর সঙ্গে একাধিক বার ঘটেছে বলেও তিনি দাবি করেছেন। আরও যোগ করে তিনি বলছেন, “প্রতি বারই কেবিন ক্রু এবং প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে একটা অবাক প্রতিক্রিয়া দেখতে পাই। কেউ প্রশংসা করেন, কেউ আবার তীব্র নিন্দাও করেন।”

তবে আর যাই হোক প্রতিবারই তিনি গন্তব্যে পৌঁছে যান। কিন্তু এবারই তাঁকে আটকে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন। তিনি আরও জানান যে, প্লেন থেকে নামিয়ে দেওয়ার পরেই ব্রওয়ার্ড কাউন্টি শেরিফের অফিসে দেখা করতে যান।

“এক্কেবারে ফালতু কথা। কোভিড জানে না যে আমরা ক্রুজিংয়ের উচ্চতায় রয়েছি। পুরো ঘটনাটাই একটা নাটক,” মাস্ক বাধ্যতামূলকের বিষয়ে এমনই দাবি করেছেন আদাম জেনি। WFTX নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, “ফ্লাইটে যে মাস্কের কোনও প্রয়োজনীয়তা নেই, বিষয়টা বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। ইউনাইটেড এয়ারলাইনস আমাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার পরে একটি ইমেল করে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, আপাতত আমাকে ব্যান করা হল। রিভিউ কমিটির দ্বারা পর্যালোচনা করে যা সিদ্ধান্ত গৃহীত হবে, তার পরই স্পষ্ট অবস্থান নিতে পারবে এয়ারলাইন কর্তৃপক্ষ।”

ঘটনার পর বিমান সংস্থাটিও একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “গ্রাহক স্পষ্টতই ফেডারেল মাস্ক ম্যান্ডেটের সঙ্গে সম্মত ছিলেন না এবং আমরা প্রশংসা করি যে আমাদের টিম ফ্লাইট টেক-অফের আগেই তাঁকে নামিয়ে দিয়েছে।” WFTX নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে জেনি আরও বলেছেন, তিনি ফ্লাইট থেকে নেমে যাওয়ার পরে আরও বেশ কয়েক জন যাত্রী তাঁর সমর্থনে বিমান ছেড়ে চলে যায়।

আরও পড়ুন: Viral Video: দুধের বিজ্ঞাপন তৈরি করায় ক্ষোভের মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানিকে! কী ছিল সেই বিজ্ঞাপনে?

আরও পড়ুন: Viral Video: তেঁতুল গোলা জলের পরিবর্তে ফুচকায় মিরিন্ডা, নেটিজেনদের নজর কাড়লেন জয়পুরের ফুচকাওয়ালা!

আরও পড়ুন: Viral Video: মালিকের জন্মদিনে হাততালি দেওয়ার চেষ্টা করল কুকুরটি, তারপর দেখুন কী ঘটল…