বলিউডের গানের তালে নেচে আজকাল সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন অনেকেই। জনপ্রিয় হিন্দি গান আর তার সঠিক কোরিওগ্রাফিতে নেচে হামেশাই তাক লাগান আমেরিকা রিকি পন্ড। শুধু রিকি নন, বলিউডের ছন্দে মাতেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। এবার সেই দলেই নাম লিখিয়েছেন ফ্রান্সের এক যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম জিকা। এক বন্ধুর সঙ্গে সদ্য রিলিজ হওয়া জনপ্রিয় ‘নাট্টু নাট্টু’ গানে নাচতে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এস এস রাজামৌলির আসন্ন ছবি ‘আর আর আর’- এর ‘নাট্টু নাট্টু’ গানের ছন্দে তাল মিলিয়েছেন ফ্রান্সের যুবক জিকা এবং তাঁর এক বন্ধু। ইতিমধ্যেই ‘আর আর আর’ ছবির ট্রেলর ব্যাপক সাড়া জাগিয়েছে। রিলিজের পর থেকেই জনপ্রিয় হয়েছে ‘নাট্টু নাট্টু’ গান। দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা এবং জুনিয়ার এনটিআর- এর নাচের প্রশংসাও করেছেন নেটিজ়েনরা। আর এবার তাঁদের ড্যান্স স্টেপেই নাচ করলেন ফরাসি যুবক।
দেখুন সেই অসাধারণ নাচের ভিডিয়ো
‘আর আর আর’ ছবির এই ‘নাট্টু নাট্টু’ গানের দৃশ্যে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে রামচরণ তেজা এবং জুনিয়র এনটিআরকে। তাঁদের নাচের স্টেপ হুবহু মিলে গিয়েছে জিকা এবং তাঁর বন্ধুর ভিডিয়োতেও। ফ্রান্সের দুই যুবকের নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ নেট দুনিয়া। এর মধ্যেই এক লক্ষ ১০ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। মুগ্ধ নেটিজ়েনরা দুই যুবকের নাচের প্রশংসা করে দারুণ সব কমেন্টও করেছেন। সত্যিই যেভাবে ওই ‘নাট্টু নাট্টু’ গানের নজরকাড়া নাচের স্টেপ এই দুই যুবক নিজেদের ভিডিয়োতে করে দেখিয়েছেন, তা প্রশংসা করারই মতো।
এটাই প্রথম নয়, এর আগেও বলিউডের ছবির গানে নাচ করেছেন জিকা নামের ওই যুবক। এর আগে সূর্যবংশী ছবিতে টিপ টিপ বরসা পানি গানের যে রিমেক রয়েছে, সেই হিন্দি গানের তালেও ছন্দ মেলাতে দেখা গিয়েছিল জিকাকে। এবার দক্ষিণী চিত্র পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’ ছবির নাট্টু নাট্টু গানকে বেছে নিয়েছেন তিনি। জুনিয়র এনটিআর এবং রামচরণ তেজার নাচের পাশে বেশ ভালই পাল্লা দিয়েছেন জিকা এবং তাঁর বন্ধু।