
ভরা বিয়ের মরশুমে একের পর এক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। কখনও বাংলায়, কখনও বা দেশের অন্য কোনও প্রান্তে। আর এবার পঞ্জাবের এক বিয়ের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হল। ভারতে বিয়ে মানেই আলাদা একটা ব্যাপার। সে বিয়েতে হইচইয়ের মাত্রাটা এতটাই বেড়ে যায় যে, তারকাদের আবার কিউআর কোড নিয়ে আসতে হয়! ঠিক যেমনটা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে হয়ে গেল।
আর পঞ্জাবী বিয়ে মানে তো আর কোনও কথাই হবে না। শুরু থেকে শেষ – আনন্দের বিস্ফোরণ হতে থাকে রীতিমতো। ঢোল বাজিয়ে বর বেরিয়ে পর থেকে কনের বাড়িতে তাঁর বিদায় ইস্তক, দুঃখের কোনও ব্যাপারই থাকে না। পুরুষ-মহিলা, বাচ্চা থেকে বুড়ো নাচতে বাদ থাকেন না কেউই। এমনই একটি বিয়ের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যেখানে পুরুষের থেকে মহিলাদেরই বেশি করে নাচতে দেখা গেল।
শাদিসাগা নামক এক ইনস্টাগ্রাম ইউজারের তরফ থেকে এই ভিডিয়োটি কয়েক দিন আগেই পোস্ট করা হয়েছিল। তবে ভিডিয়োটি বাইরাল হয়েছে খুব সম্প্রতি। সেই ভিডিয়োতে প্রায় ১০,৭০০-রও বেশি লাইক পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি মহিলার পরনে রয়েছে বটল গ্রিন লেহেঙ্গা। মদ্যপান করছেন আর তার সঙ্গেই চলছে তাঁর উদ্দাম নৃত্য। আর তাঁকে ঘিরে রয়েছেন আরও অনেক মহিলারা, যাঁরাও ঢোলের তালে অনর্গল নেচে চলেছেন।
কোন গানে নাচ চলছে জানেন? গানের নাম ‘ম্যায় শারাবি’। দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খান অভিনীত ‘ককটেল’ ছবির সেই বিখ্যাত গানেই নাচতে দেখা গেল সেই পঞ্জাবী মহিলাদের। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। নেটপাড়ার বহু মানুষ কমেন্টেও করেছেন। কমেন্টে কেউ কেউ মহিলার নাচ দেখে এক প্রকার পাগল হয়ে গিয়েছেন। কেউ কেউ আবার হালকা মুখও বেঁকিয়েছেন। কেউ তো আবার সরাসরি বলেই দিয়েছেন, ‘এ আবার কেমন নাচ!’
হালফিলে একাধিক বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছে। কখনও বরের দিদির সাহসী প্রয়াস। বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে রানাঘাটের সেই মহিলা সরাসরি গরীব মানুষদের খাওয়াতে হাজির হয়ে গিয়েছিলেন। কখনও আবার বিয়ের কয়েক মুহূর্ত আগেই জিম করে এলেন কনে। এমনই সব ভিডিয়ো বিয়ের মরশুমে নজর কেড়েছে নেটপাড়ার লোকজনের।
আরও পড়ুন: Viral Video: নববধূর জন্য বরের বন্ধুদের নাচ! কী হল তারপর যে হাসির রোল নেট দুনিয়ায়? দেখুন ভিডিয়োতে