Viral Video: জানলায় ঝুলছে বিশাল অজগর, মুম্বইয়ের রোমহর্ষক ঘটনা সকলকে চমকে দিল
Viral Video Today: পার্শ্ববর্তী কোনও বিল্ডিং থেকে রেকর্ড করা হয়েছে ভিডিয়োটি। আবাসিক ভবনের জানলা থেকে ঝুলছে সাপটি। তার আকার, আয়তন দেখলে আপনি আতঙ্কিত হতে পারেন! দুজন লোককে দেখা গেল জানলার গ্রিল ধরে একজন ভিতরে এবং অপরজন নিচে দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত ওই দুই ব্যক্তিকে সফল হতে দেখা যায়।
Latest Viral Video: মুম্বইয়ের থানের একটি রোমহর্ষক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হাড়হিম করা ভিডিয়ো। একটি বাড়ির জানলা থেকে দেখা গেল, বিশালাকার একটি সাপ ঢুকছে। ভিডিয়োতে দেখা গেল, বিশালাকার ওই সাপটিকে জানলা থেকে বের করতে গিয়ে হিমশিম খাচ্ছেন দুই ব্যক্তি। সাপটি যে কোন প্রজাতির, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী এই সাপটিকে অজগর বলে চিহ্নিত করেছেন।
ভয়ঙ্কর ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আবাসিক ভবনের জানলা থেকে ঝুলছে সাপটি। তার আকার, আয়তন দেখলে আপনি আতঙ্কিত হতে পারেন! দুজন লোককে দেখা গেল জানলার গ্রিল ধরে একজন ভিতরে এবং অপরজন নিচে দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত ওই দুই ব্যক্তিকে সফল হতে দেখা যায়। অর্থাৎ তাঁরা দুটি সাপকেই সফল ভাবে উদ্ধার করেন এবং তারপরে সাপটিকে নিচে পড়ে থাকতে দেখা যায়।
মাত্র 45 সেকেন্ডের একটি ভিডিয়ো। কিন্তু তার পরতে পরতে রয়েছে রহস্য। ভিডিয়োটি দেখতে-দেখতে আপনার মনে হবে, কীভাবে এত বড় একটা সাপ এখানে উঠে গেল। পার্শ্ববর্তী কোনও বিল্ডিং থেকে রেকর্ড করা হয়েছে ভিডিয়োটি। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ এই ভিডিয়োটি শেয়ার করেছেন স্নেহা নামের এক ব্যবহারকারী। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “থানের একটি বিল্ডিংয়ে বিরাট এই সাপটিকে দেখা গিয়েছে। দুই সাহসী ব্যক্তি এটিকে উদ্ধার করেন। উদ্ধারের সেই ভিডিয়োটি এখানে দেওয়া হল।”
A huge snake was spotted at a Thane Building, it was rescued by two brave persons, rescue video. 👇. #thane #mumbai pic.twitter.com/j2ZWrs9mR9
— Sneha (@QueenofThane) September 25, 2023
একজন কমেন্ট করে বলছেন, “সাপটা তো বিশাল বড়। উদ্ধারকারী দল যে ভাবে এটিকে উদ্ধার করল, সত্যিই প্রশংসনীয়।” দ্বিতীয়জন যোগ করলেন, “তাঁরা যে শুধুই সাপটিকে উদ্ধার করল তাই নয়। পুরো থানে শহরটাকে তাঁরা বাঁচিয়েছেন।” কিন্তু কী সাপ এটি? নেটিজ়েনদের একজন বললেন, “সম্ভবত এটি একটি অ্যালবিনো বার্মিজ় পাইথন, যার রং হাল্কা হলুদ।”
সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের কাছে স্নেহা নামের ওই X ব্যবহারকারী জানিয়েছেন, তিনি থানের নৌপাদা এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভিডিয়োটি পেয়েছেন। প্রবল বৃষ্টির সময় ওই এলাকায় সাপটিকে দেখা গিয়েছিল।