Viral Video: শ্রীবল্লী গানে ‘বচপন কা প্যায়ার’ খ্যাত সহদেব ডির্ডোর নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 09, 2022 | 11:36 PM

এবার ইন্টারনেট সেনসেশন সহদেব ডির্ডো, যিনি বচপন কা প্যায়ার গানটি গেয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন, তিনিও এবার শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপটি করে দেখালেন।

Viral Video: শ্রীবল্লী গানে বচপন কা প্যায়ার খ্যাত সহদেব ডির্ডোর নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

পুষ্পা: দ্য রাইজ় ছবির গান (Pushpa: The Rise), ডায়লগ যেন আল্লু অর্জুন (Allu Arjun) ভক্তদের কানে প্রতিটা মুহূর্তে বেজে চলেছে। ইনস্টাগ্রাম খুললেই ছবির কোনও না কোনও গানে লিপ সিঙ্কের রিলস ভিডিয়ো, না হলে আল্লু-র সেই রাগমাখা ডায়লগ কভার করছেন ভক্তরা। এর মধ্যেই শ্রীবল্লী গানের বেশ কয়েকটি রিলস ভিডিয়ো বেশ ভাইরালও হয়েছে। এবার ইন্টারনেট সেনসেশন সহদেব ডির্ডো (Sahdev Dirdo), যিনি বচপন কা প্যায়ার গানটি গেয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন, তিনিও এবার শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপটি করে দেখালেন।


ভাইরালবয় সহদেব নামক পেজ থেকে ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ কপি করছেন সহদেব। আনভেরিফায়েড ইনস্টা পেজ থেকে পোস্ট করা সেই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছে। ছোট্ট এই ক্লিপটি এর মধ্যেই ৬,৩৭,০০০ ভিউ ছাপিয়ে গিয়েছে। কমেন্টও করেছেন বহু মানুষ। প্রত্যেকেই জানিয়েছেন যে, সহদেবের এই নাচ তাঁদের ভালই লেগেছে।

প্রসঙ্গত, ১০ বছরের সহদেব ডির্ডোর বাড়ি ছত্তীসগঢ়ে। বচপন কা প্যায়ার গানটি গেয়ে বেশ জনপ্রিয় হয়েছিল সে। কয়েক মাস আগেই পথ দুর্ঘটনায় আহত হয়েছিল ছোট্ট সহদেব। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় নাগাদ জানা যায় যে, সে ভালই আছে, চিকিৎসায় সাড়া দিয়েছে এবং আস্তে আস্তে সুস্থও হয়ে ওঠেছে। তার প্রায় এক মাস পরে সহদেবকে শ্রীবল্লী গানে নাচতে দেখা গেল।

এদিকে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা: দ্য রাইজ় ছবিটি যেমন হিট হয়েছে, তেমনই হিট হয়েছে ছবির শ্রীবল্লী গান থেকে শুরু করে সেই গানে আল্লু অর্জুনের নাচের স্টাইল। অভিনেতারা তো বটেই এমনকি ২২ গজের তারকাদেরও এই গানে নাচে দেখা গিয়েছে। শ্রীবল্লী গানটি সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ, লিখেছেন চন্দ্রবোস। ইউটিউবে এই গানের ভিউ এখনও পর্যন্ত ১৫৯ মিলিয়নেরও বেশি।

আরও পড়ুন: Viral Video: আগুন লেগে যাওয়া গাড়ির ভিতর আটকে পোষ্য সারমেয়! প্রাণ হাতে করে উদ্ধার করলেন এক পুলিশকর্মী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: ‘শ্রীবল্লি’ গানে buffet কাউন্টারের সামনে নাচ তিন কোরিওগ্রাফারের! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: বাড়ির ভিতর ঢুকে পড়েছিল বিশাল কেউটে! একা হাতে উদ্ধার করলেন মহিলা বনকর্মী, দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article