Viral Video: কলকাতার পাঁচতারা হোটেলে ‘কাঁচা বাদাম’ গাইলেন ভুবন বাদ্যকর, কী বলছেন নেটিজ়েনরা?

এই কাণ্ড দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনদের অনেকেই। তাঁরা বলেছেন, 'এবার বাড়াবাড়ি হচ্ছে'।

Viral Video: কলকাতার পাঁচতারা হোটেলে 'কাঁচা বাদাম' গাইলেন ভুবন বাদ্যকর, কী বলছেন নেটিজ়েনরা?
ভুবন বাদ্যকর। Photo Credit: India Today
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 7:46 PM

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান (Kacha Badam Song) এতদিনের শোনেননি এমন লোক বোধহয় নেই। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে এই গান ব্যাপক ভাবে ভাইরাল (Viral Song) হয়েছে। ইনস্টাগ্রামে (Instagram) ইতিমধ্যেই অসংখ্য রিলস (Reels) তৈরি হয়েছে এই গানে। তারকা থেকে আমজনতা ‘কাঁচা বাদাম’ গানে নাচতে বাকি রাখেননি কেউই। বঙ্গের এই বাদাম বিক্রেতা ক্রেতাদের আকৃষ্ট করতে সুর করে গান গেয়ে বাদাম বিক্রি করতেন। সেই গানই নজরে আসে বাংলার দুই র‍্যাপারের। তারপর এই গানের রিমিক্স তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল (Viral Video) হয়ে যায় সেই গান। এবার সেই ভুবন বাদ্যকরই গান গেয়েছেন কলকাতার একটি পাঁচতারা হোটেলে। আর তা নিয়েই শুরু হয়েছে জলঘোলা। নেটিজ়েনদের একাংশের দাবি ভাইরাল হওয়া মানেই তিনি ভাল গায়ক নন। তাই ওইভাবে ঐতিহ্যশালী পাঁচতারায় ভুবন বাদ্যকরকে দিয়ে গান গাওয়ানো মোটেই শোভন নয়। এতে আর কিছু না হলেও ওই জায়গায়র ঐতিহ্য খর্ব হয়। তবে নেটিজ়েনদের অনেকে আবার একথাও বলেছেন যে, পাঁচতারা হোটেলে ভুবন বাদ্যকর গান গাওয়ার ফলে অনন্য নজির তৈরি হয়েছে।

দেখুন সেই অনুষ্ঠানের ভাইরাল ভিডিয়ো

কলকাতার পার্কস্ট্রিটের নামকরা পাঁচতারা হোটেল পার্ক- এর সামপ্লেস এলস- এ গান গেয়েছেন ভুবন বাদ্যকর। গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার ছিল অনুষ্ঠান। হাজির ছিলেন অনেকেই। ভুবন বাদ্যকরকে উৎসাহ জোগানোর পাশাপাশি তাঁর গানও জমিয়ে উপভোগ করেছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরালও হয়েছে। দেদার ভিউও হয়েছে। কিন্তু এত কিছুর পরেও নেটিজ়েনদের অনেকের এই গোটা ব্যাপারটা মোটেই ভাললাগেনি। স্পষ্ট ভাষায় অনেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কমেন্ট করে জানিয়েছেন, ‘বাড়াবাড়ি হচ্ছে। সামপ্লেস এলসের মতো জায়গা এ হেন কাজ করে নিজেদের ঐতিহ্য খর্ব করেছে। এমনটা না হলেই ভাল ছিল।’

তবে নিন্দুকেরা যাই বলুন না কেন জনপ্রিয়তা ভুবন বাদ্যকরের এই ‘কাঁচা বাদাম’ গানকে টেক্কা দেওয়া বেশ মুশকিল। গত বছর নভেম্বর মাসে প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল এই গান। এ যাবৎ প্রায় ৭ লক্ষ ভিউ হয়েছে এই গানের ভিডিয়োর। আগামী দিনে জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও সাড়া ফেলেছে ‘কাঁচা বাদাম’ গান।

আরও পড়ুন- Viral Video: গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ির গান ঢোলিঢ়ার সঙ্গে নাচ বিমানসেবিকার, ফের ভাইরাল স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষী

আরও পড়ুন- Viral Video: সত্যিকারের বাঘ বাচ্চা, সন্তানের ভয়ে থরহরি কম্প মা! ‘ওটা ভয় পাওয়ার অভিনয়’, বললেন নেটিজেনরা

আরও পড়ুন: এবার ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন তানজানিয়ার বিখ্যাত ইনস্টাগ্রামার ভাই-বোন কিলি আর নীমা, দেখুন ভাইরাল ভিডিয়ো