AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral video: জীবনের প্রথম চুমুক কোলায়, কিন্তু তারপর খুদের এই কীর্তিকলাপ দেখে হেসেই লুটোপুটি খাবেন

কোল্ড ড্রিংকে প্রথম চুমুকে ভিড়মি খেলেও পরে কিন্তু বেশ মজা পেয়েছিল এই খুদে

Viral video: জীবনের প্রথম চুমুক কোলায়, কিন্তু তারপর খুদের এই কীর্তিকলাপ দেখে হেসেই লুটোপুটি খাবেন
এ স্বাদের ভাগ হবে না
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:21 PM
Share

দিন বদলেছে। আজ থেকে বছর ২০ আগেও বাইরে গিয়ে শত জেদ ধরলেও কিছুতেই বাচ্চাদের হাতে চকোলেট তুলে দিতেন না মা-বাবারা। কারণ তাতে নাকি শরীরের ক্ষতি। চিপস, কোল্ড ড্রিংক? সে সব ছিল বিলাসিতা। তবে এসব এখলকার শিশুদের কাছে নিছকই গল্প কাহিনি। আজকাল শৈশব বড়ই অদ্ভুত। জন্মের প্রায় কয়েক মাস পর থেকেই মোবাইল ফোনে ছবি তোলায় অভ্যস্ত হয়ে যায় বাচ্চারা। সেই সঙ্গে তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুও ওই ফোন। হাত পাতলেই চলে আসে চকোলেট, চিপস। ইচ্ছে হলে চুমুক দেওয়া যায় কোল্ড ড্রিংকেও। বছর ২ গড়াতে না গড়াতেই বাইরের ক্যাফে রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভ্যাস হয়ে যায়।

বছর তিনেকের এই ছোট্ট খুদেরও বরাবরই কোল্ড ড্রিংকের প্রতি একটা আসক্তি ছিল। আর তাই সন্তানের শখ পূরণে মা-বাবা তাকে নিয়ে যায় একটি বহুজাতিক ফাস্টফুডের ডোকানে। সেখানেই স্ট্র দিয়ে জীবনে প্রথমবার সে চুমুক দেয় কোকা-কোলায়। আর এক চুমুক কোলা খেয়ে তার যা মুখভঙ্গি, সেই প্রতিক্রিয়া কিন্তু বাঁধিয়ে রাখার মত। ১৫ সেকেন্ডের সেই ভিডিয়ো বাচ্চাটির মা আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়য। আর সেই ভিডিয়ো ভাইরাল হতে লাগল না কয়েক সেকেন্ডও। ইন্টারনেটে নানা রকম ভিডিয়ো ঘোরাফেরা করে। কিছু ভিডিয়ো থাকে যা আমাদের আনন্দ দেয়, আবার এমনও কিছু ভিডিয়ো থাকে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু খুদের এই ভিডিয়ো আপনার মনকে নিমেষে ভাল করে দেওয়ার ক্ষমতা রাখে।

এখনও পর্যন্ত প্রায় ৪৩ লক্ষ মানুষ সেই ভিডিয়োটি দেখে ফেলেছেন। সঙ্গে অগুণতি লাইক, শেয়ার, কমেন্ট। তবে প্রথমবার দুধ আর ফলের রস ছেড়ে এমন মিষ্টি ঝাঁঝালো পানীয় খাচ্ছে। সেই পানীয়ের স্বাদ কিন্তু সে চেটেপুটে উপভোগ করেছে। প্রথমবার হতভম্ব হলেও দ্বিতীয়বার কিন্তু চুমুক দেওয়া থেকে বিরত থাকেনি। স্ট্র দিয়ে কোল্ড ড্রিংক খেতে যে সে দারুণ মজা পেয়েছে তা কিন্তু ভিডিয়োটি দেখলে সহজেই অনুমেয়।

আজকাল সন্তানের সব মুহূর্তই ভিডিয়ো বন্দি করে রাখেন মা-বাবারা। যাতে পরবর্তী কালে সে তার ইচ্ছেমতো এই সব ভিডিয়ো ঘুরে ফিরে দেখতে পারে। তার কাছেও কিন্তু এটা মস্ত বড় একটা স্মৃতি। এমন ভিডিয়ো কিন্তু মিস করবেন না আপনিও। রইল লিংক। দেখে নিন ঝটপট।

আরও পড়ুন: Viral Video: সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ বরের, কনের এক্সপ্রেশনই কেড়ে নিল লাইমলাইট, দেখুন ভিডিয়ো