হাতিদের (Elephant) অন্যতম শত্রু সিংহীর (Lioness) দল। বিশেষ করে সিংহীদের নজর পড়ে হাতিদের দিকে (Viral Video)। আকার আয়তনের জন্য হাতিদের এমনিতে অন্যান্য পশুরা ভয়ই পায়। বিশেষ করে দলবদ্ধ অবস্থায় থাকলে তো বটেই। তবে সিংহীরা হাতিদের শিকার করা থেকে পিছপা হয় না। সম্প্রতি তেমনই একটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে একটি হাতির পিঠে ওঠার চেষ্টা করছে একটি সিংহী। হাতির বড় কান কামড়ে ধরেছে সে। যেনতেনপ্রকারেণ হাতিটিকে বাগে আনার চেষ্টা করতে দেখা গিয়েছে ওই সিংহীকে। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। হাতিটিকেও দেখা গিয়েছে, ক্রমাগত সিংহীর সঙ্গে লড়ে যাচ্ছে সে। না যুদ্ধ করে একটুও জমি ছাড়তে নারাজ সে। টুইটারে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তাঁর জিপের সামনে এই ঘটনা ঘটতে দেখেছেন। তিনিই এই ভিডিয়ো তুলেছেন।
— Life and nature (@afaf66551) June 24, 2021
সাধারণত শিকার করতে যায় সিংহীরা। দলবদ্ধ ভাবে শিকার করতে যায় তারা। সেই সময় দলে পাহারায় থাকে সিংহরা। বলা হয়, সব জীবজন্তু এমনকি বাঘও ভয় পায় সিংহ-সিংহীদের। তবে সিংহদের মধ্যেই একমাত্র শক্তি আছে যে তারা হাতিও শিকার করতে পারে। গবেষণা বলছে পুরুষ হাতিরা ওজনে মেয়ে হাতির তুলনায় প্রায় ৫০ শতাংশ ভারী হয়। লম্বা দাঁতও দেখা যায় পুরুষ হাতিদের। অন্তত সাতজন সিংহী মিলে একটা হাতিকে শিকার করতে বা বাগে আনতে সক্ষম হয়। তবে সিংহদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। পশুরাজ অনেক বেশি শক্তিশালী। তাই দুটো সিংহই একটা পুরুষ হাতিকে বাগে আনতে পারে। এমনকি একটি সিংহই বাচ্চা হাতিকে শিকার করার জন্য যথেষ্ট। সাধারণত হাতির পালের মধ্যে থাকা কম বয়সী হাতিকেই নিশানা বানায় সিংহ-সিংহীরা।
ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতিটির কান কামড়ে ধরে ক্রমশ তার পিঠে ওঠার চেষ্টা করছে সিংহীটি। বারবার তাকে ঝাঁকিয়ে মাটিতে ফেলার চেষ্টা করছে হাতিটি। কিন্তু লাভ হচ্ছে না। কারণ ক্রমাগত হাতিটির কান কামড়ে তা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে সিংহীটি। হাতিটিকে দেখে বোঝা গিয়েছে এটি পূর্ণবয়স্ক নয়। আর সিংহীর কামড়ে যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে সে। কিন্তু শেষ পর্যন্ত এক ঝটকায় সিংহীকে ঝাঁকিয়ে নীচে নামিয়ে দিতে সক্ষম হয়েছে হাতিটি। সামনেই একটি ঝোপের মধ্যে সিংহীকে আছড়ে ফেলে দিয়েছে হাতিটি। কিন্তু তারপরেও থামেনি তাদের লড়াই। ভিডিয়োর শেষ পর্যায়ে তা দেখাও গিয়েছে। এর মধ্যেই তিন হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।
আরও পড়ুন- Viral Video: স্প্রাইটের বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে নিল পিপাসার্ত কিং কোবরা! ব্যাপক ভাইরাল হল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: টাকার মালা গলায় আনমনা বর, সুযোগ পেতেই এক এক করে চুরি করল প্রিয় বন্ধু