AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বয়স মাত্র ৮, এই মেয়ের গান শুনলে মুগ্ধ হবেন আপনি, দেখুন ভিডিয়ো

Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে স্কুলের ইউনিফর্ম পরে রয়েছে বাচ্চা মেয়েটি। একমনে গেয়ে চলেছে 'কহি পেয়ার নো হো জায়ে' গানটি। নিখুঁত সুর, স্পষ্ট উচ্চারণ।

Viral Video: বয়স মাত্র ৮, এই মেয়ের গান শুনলে মুগ্ধ হবেন আপনি, দেখুন ভিডিয়ো
Photo Credit: India Today
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 12:42 PM
Share

বলিউডে যেমন নায়ক-নায়িকাদের হিট জুটি হয়, তেমনই সুপারহিট জুটি হয় গায়ক-গায়িকাদেরও। আর এই তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। তাঁদের বিখ্যাত গান ‘কহি পেয়ার না হো জায়ে’ (Kahin Pyaar Na Ho Jaaye)। সলমন খান এবং রানি মুখার্জির ছবির এই গান গেয়ে এবার ভাইরাল (Viral Video) হয়েছে ছত্তিসগড়ের এক কন্যা। বয়স মাত্র ৮ বছর। নাম মুরি মুরামি। ছোট্ট মেয়ের গলার সুর মুগ্ধ করবে আপনাকে। এমন গান গাওয়ার জন্য অনেক সাধনার প্রয়োজন। শুনলেই বোঝা যাবে কী সাবলীল ভাবে গান গাইছে ছোট্ট মেয়ে। তেমনই স্পষ্ট উচ্চারণ। নেটিজ়েনদের অনেকেই বলছেন, এমন প্রতিভা কেবল ঈশ্বর প্রদত্তই হতে পারে। ছত্তিসগড়ের সহদেব দির্দোর নাম ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন। ‘বচপন কা পেয়ার’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়েছে ১০-১১ বছরের এই ছেলে। তার গান মনে ধরেছে র‍্যাপার কিং বাদশারও। সহদেব এর মধ্যে বাদশার সঙ্গেও একটি মিউজিক অ্যালবামে কাজ করে ফেলেছেন। নেট দুনিয়ার অনেকেই বলছেন, এমন সুযোগ পাওয়া উচিত এই মেয়েরও।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে স্কুলের ইউনিফর্ম পরে রয়েছে বাচ্চা মেয়েটি। একমনে গেয়ে চলেছে ‘কহি পেয়ার নো হো জায়ে’ গানটি। নিখুঁত সুর, স্পষ্ট উচ্চারণ। এই বয়সেই যে মেয়ের সুর-তাল-লয়ের জ্ঞান এত ভাল সে যে বড় হয়ে বিখ্যাত গায়িকা হবে না, সে কথা কে বলতে পারে… নেটিজ়েনরা এও বলছেন যে আরও ভালভাবে তালিম পেলে এই মেয়ে ভবিষ্যতে অনেক উন্নতি করে। ছত্তিসগড়ের ৮ বছরের মেয়ে মুরি মুরামির মিষ্টি কণ্ঠস্বর আর সুরেলা গান সকলকেই মুগ্ধ করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইপিএস অফিসার অবনীশ শরণ। সকলেই তারিফ করেছেন ছোট্ট মেয়ের গানের গলার। ৭৩০০- র বেশি লাইক এবং প্রায় ১৩ হাজার ভিউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে টুইটারের এই ভিডিয়োর।

জানা গিয়েছে, দন্তেওয়াড়া জেলার সরকারি স্কুলে পড়ে মুরি মুরামি নামের ওই মেয়ে। স্কুলে বসেই সম্ভবত এই গান গেয়েছে মুরি। আর ভিডিয়ো করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন স্কুলেরই কেউ। ছোট্ট মেয়ের গান শুনে মুগ্ধ হয়েছেন সকলেই। তার সুরের জাদুতে মজেছেন নেটিজ়েনরা। ক্রমশ ভাইরাল হচ্ছে মুরি- র গানের ভিডিয়ো। বাড়ছে লাইক, কমেন্ট ও ভিউয়ের সংখ্যা।

আরও পড়ুন- Viral Video: একাকী সিংহীকে আক্রমণ হায়নার দলের, তারপরে যা ঘটল, সচক্ষেই একবার দেখে নিন…

আরও পড়ুন: চাঁদিফাটা রোদ্দুরে মগ-বালতি নিয়ে ভ্রমণ! চলন্ত স্কুটারেই স্নান করে নিচ্ছেন এই দুই যুবক

আরও পড়ুন: সন্তানকে রক্ষায় তিন সিংহীর উপর ঝাঁপিয়ে পড়ল মহিষ মা, দেখুন ভয়ঙ্কর লড়াইয়ের ভাইরাল ভিডিয়ো