AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেমডিসিভির ইনজেকশনের নতুন নাম ‘রেমোডিসুজা’! ভাইরাল ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা

ভিডিয়োতে রেমডিসিভির ইনজেকশনের বদলে বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজার নামই বলেছেন ওই যুবক।

রেমডিসিভির ইনজেকশনের নতুন নাম 'রেমোডিসুজা'! ভাইরাল ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা
রেমডিসিভির ইনজেকশনের বদলে রেমো ডিসুজার নাম বলেছেন ওই যুবক।
| Updated on: May 13, 2021 | 9:51 PM
Share

অনেকসময়েই বেশ কিছু শব্দ উচ্চারণে আমাদের বেশ সমস্যা হয়ে থাকে। তার জেরে বেশ উদ্ভট সব শব্দ আবিষ্কারও হয়। কখনও বা হয়তো শব্দের মানেটাই একদম পাল্টে যায়। কিন্তু সম্প্রতি কোরিওগ্রাফার রেমো ডিসুজার নাম নিয়ে যা হয়েছে, তেমনটা বোধহয় কেউ কখনও কল্পনাও করেননি।

সদ্যই রেমো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি রেমডিসিভির ইনজেকশনের নাম বদলে সরাসরি রেমো ডিসুজা রেখে  দিয়েছেন। শুনে চমকে গেলেন। বাস্তবে কিন্তু ঠিক এমনটাই হয়েছে। ওই ভিডিয়োতে দেখে অনুমান করা হয়েছে, কোনও সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন এক যুবক। সম্ভব দেশে ভ্যাকসিনের আকাল, ওষুধের কালোবাজারি, চড়া দামে ইনজেকশন বিক্রি… এইসব নিয়েই ক্ষোভ উগরে দিচ্ছিলেন ওই যুবক।

কিন্তু এত গুরুগম্ভীর আলোচনার মাঝে এ কী বলে বসলেন ওই যুবক! আচমকাই একটি ওষুদের কোম্পানির নাম নিয়ে ওই যুবকে বলে উঠেছেন, তারা ‘রেমো ডিসুজা’ ইনজেকশন তৈরি করে। সেটা আবার ৫০০ টাকা দামে বিক্রিও হচ্ছে। ব্যাস, এটুকু শুনেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। রেমো নিজের ইনস্টা হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ারের খানিকক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- হাসপাতালের বিছানায় বসে গরবা নাচছেন ৯৫-এর করোনা আক্রান্ত বৃদ্ধা, ‘ফাইটিং স্পিরিট’-কে কুর্নিশ নেট দুনিয়ার

ভিডিয়োতে দেখে বোঝাই গিয়েছে, প্রচণ্ড উত্তেজিত হয়ে কথা বলতে গিয়ে মুখ ফস্কে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। কিন্তু তা বলে রেমডিসিভির ইনজেকশনকে একবারে রেমো ডিসুজা বানিয়ে ছাড়লেন? যুবকের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি রোমো-র পোস্ট দেখে মনে হয়েছে তিনিও যথেষ্ট মজা পেয়েছেন। বেশ কিছু মজার কমেন্টও এসেছে রেমোর পোস্টে। দশ লক্ষের বেশি ভিউ আর দু’লাখের বেশি লাইক পেয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে রেমডিসিভির ইনজেকশনের নতুন নাম ‘রেমোডিসুজা’।