তাপপ্রবাহ (Heatwave) চলছে ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে। বেশ কিছু জায়গায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। রেকর্ড ব্রেকিং উষ্ণতা দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। আর গ্রীষ্মের এই তীব্র দাবদাহে (Viral Video) ঘর ঠাণ্ডা রাখার বা বলা ভাল নিজেকে শীতল করার এক অদ্ভুত ‘জুগাড়’ (India Jugaad) করেছেন এক ব্যক্তি। এমনিতেই যেকোনও পরিস্থিতে ‘জুগাড়’ করার ক্ষেত্রে ভারতীয়দের জুড়ি মেলা ভার। যতই সমস্যা হোক ঠিক কিছু না কিছু উপায় বের করে ফেলেন ভারতীয়রা। আর এক্ষেত্রেও তাই হয়েছে। ভারতে এখন তাপপ্রবাহের পাশাপাশি অনেক জায়গাতেই বিদ্যুতেরও অনিয়মিত যোগান রয়েছে। আর তার ফলে প্রাণ ওষ্ঠাগত আম আদমির। আর তাই এই পরিস্থিতিতে ঠাণ্ডা হাওয়া পাওয়ার জন্য এক আজব কায়দা বের করেছেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা।
গরমকালে বাড়িতে কারেন্ট নেই, শিখে নিন ফ্যান চালানোর আজব পদ্ধতি, দেখুন ভাইরাল ভিডিয়ো
ये टेक्निक भारत से बाहर नहीं जानी चाहिये. pic.twitter.com/dUUF0BlGQ2
— Awanish Sharan (@AwanishSharan) April 29, 2022
ধরে নিন আপনার বাড়িতে এই গরমে কারেন্ট নেই। এদিকে গরমে আপনি টিকতেও পারছেন না। সেক্ষেত্রে এই নতুন টেকনিক বা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আইএএস অফিসার অবনীশ শরন এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা গিয়েছে একটা বেশ বড় পেডেস্টাল ফ্যানের সামনে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ফ্যান কিন্তু চালু নেই। দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে কারেন্ট নেই। আচমকাই দেখা গেল হাত দিয়ে প্রচণ্ড জোরে ফ্যানের ব্লেড ঘুরিয়ে দিলেন ওই ব্যক্তি। স্বভাবতই ঘুরতে শুরু করল ওই ফ্যান। আর ফ্যান ঘোরা শুরু হতেই একলাফে বিছানায় ধপাস করে শুয়ে পড়লেন ওই ব্যক্তি।
কিন্তু হাত দিয়ে ফ্যান ঘোরালে তা আর কতক্ষণ চলবে? যা হওয়ার তাই হয়েছে। সামান্য একটু ঘুরেই বন্ধ হয়েছে ফ্যান। সঙ্গে সঙ্গেই বিছানা থেকে উঠে পড়েছেন ওই ব্যক্তি। তারপর আবার হাত দিয়ে ফ্যানের ব্লেড ঘোরাতে এগিয়ে গিয়েছেন। খাটো ধুতি পরা ওই ব্যক্তির এভাবে হাত দিয়ে পেডেস্টাল ফ্যানের ব্লেড ঘোরানো, তারপর একলাফে বিছানায় শুয়ে পরা, ফের উঠে ফ্যান ঘোরাতে যাওয়ার কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। এই ভিডিয়ো শেয়ার করে ওই আইএএস অফিসার মজা করে ক্যাপশনে লিখেছেন ‘এই টেকনিক যেন ভারতের বাইরে না যায়’। ইতিমধ্যেই টুইটারে প্রায় ৫ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। ১৪ হাজারের বেশি মানুষ এই ভিডিয়োটি লাইকও করেছেন।
আরও পড়ুন- Viral Video: বিয়ের পিঁড়িতে বিয়ে ভাঙলেন স্বয়ং পাত্রী! কারণ শুনে নেটমহল জানালো কুর্নিশ
আরও পড়ুন: Viral Video: একা পেয়ে জিরাফকে ঘিরে ধরল সিংহের দল! শেষ অবধি লড়াইয়ে কার জিত হল দেখুন ভাইরাল ভিডিয়োয়