Viral Video: একা পেয়ে জিরাফকে ঘিরে ধরল সিংহের দল! শেষ অবধি লড়াইয়ে কার জিত হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

Animal Video: এক সিংহের দল ঘিরে একটি জিরাফ। কী ভাবছেন? জিরাফ পরাজয় মেনে নেয়? একদম নয়। এর পর কী হল, দেখুন ভাইরাল ভিডিয়োয়...

Viral Video: একা পেয়ে জিরাফকে ঘিরে ধরল সিংহের দল! শেষ অবধি লড়াইয়ে কার জিত হল দেখুন ভাইরাল ভিডিয়োয়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 8:54 PM

জঙ্গলের রাজনীতি অন্য। সেই জঙ্গলের নানা ভিডিয়ো মাঝে মাঝেই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তার মধ্যে কিছু কিছু ভিডিয়ো যেমন আকর্ষণীয়, তেমনই কিছু কিছু হৃদয় বিরহ। এর মধ্যে শিকারের ভিডিয়োও থাকে। তবে সম্প্রতি এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনিও শিহরিত হবেন। জঙ্গলে বাঘ, সিংহ, চিতার মত প্রাণীগুলো খুব সহজেই শিকার করে ফেলে। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োতে ঘটল অন্য ঘটনা।

এক সিংহের দল ঘিরে একটি জিরাফ। কী ভাবছেন? জিরাফ পরাজয় মেনে নেয়? একদম নয়। বরং বেঁচে থাকার জন্য প্রাণপনে লড়াই চালায়। এর পর কী হল, দেখুন ভাইরাল ভিডিয়োয়…

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, প্রথম যখন একটি সিংহ জিরাফের পায়ে কামড় বসায় পিছনে সপাটে লাথি মারে ওই জিরাফটি। ছিটকে পড়ে যায় সিংহটা। পুনরায় আবার একটা সিংহ থাবা বসায় জিরাফের শরীরে। জিরাফও নিজেকে বাঁচাতে আবারও একটা সজোরে লাথি মারে। আবারও ছিটকে পড়ে ওই সিংহটি। এভাবেই চলতে থাকে সিংহের দলের সঙ্গে জিরাফের লড়াই। এ দৃশ্য দেখে মনে হবে যেন কোনও সিনেমার শুটিং চলছে। এ দৃশ্য মনে করিয়ে দেবে যেন একদল ভিলেনের সঙ্গে একা লড়াই করছে হিরো।

খুব স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায়। ওয়াইল্ড স্টোরি নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা রয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ২০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: Viral Video: কড়া রোদ এড়াতে চলন্ত শামিয়ানার নীচে বরযাত্রীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়ুন: Viral Video: ছেলেকে ছাড়াতে থানায় আসা মহিলাকে দিয়ে পিঠ মালিশ করাল বিহারের পুলিশ, ভিডিয়ো দেখে দেশবাসীর মাথা হেট

আরও পড়ুন: Optical Illusion: পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি