Viral Video: তরুণীর হাত কামড়ে জলে টেনে নিল কুমির! তারপর… দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

এই ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা।

Viral Video: তরুণীর হাত কামড়ে জলে টেনে নিল কুমির! তারপর... দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 3:37 PM

জন্মদিন উপলক্ষ্যে বাচ্চাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গিয়েছিলেন মা-বাবা। আর সেখানেই ঘটছে সাংঘাতিক কাণ্ড। চোখের সামনে ওই পরিবার যা দেখেছে, তার জেরে হার্টফেল হয়ে যাওয়াও বোধহয় স্বাভাবিক। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিয়ো। আর তা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা জু-কিপারের হাত ধরে সটান জলে টেনে নিয়ে গিয়েছে একটি কুমির! জানা গিয়েছে, অগস্ট মাসের শুরুতে এই ঘটনা ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের Utah- তে। সেখানকার ওয়েস্ট ভ্যালি সিটি- র Scales and Tails reptile centre- এ এই কাণ্ড হয়েছিল।

ভিডিয়োতে দেখা গিয়েছে, বাচ্চাদের একটি দল ওই রেপ্টাইল সেন্টারে গিয়েছে। ওই দলেরই একজনের জন্মদিন। আর তাই মহানন্দে সকলে মিলে কুমির দেখতে এসেছে। বাচ্চাদের সামনে কাচ দিয়ে ঘেরা একটি জলাশয়ে প্রায় আট ফুট লম্বা একটি alligator (কুমির জাতীয় সরীসৃপ) দেখা গিয়েছে। বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করেছিল ওই পেল্লাই জন্তুটি। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই রেপ্টাইল সেন্টারের এক মহিলা জু-কিপার। হাত বুলিয়ে alligator- টিকে আদরও করছিলেন তরুণী। রোজই হয়তো এমনটাই করেন। দীর্ঘদিন একসঙ্গে থাকায় তাদের মধ্যে সখ্যও রয়েছে। কিন্তু আচমকাই ক্ষেপে গিয়েছিল কুমিরটি।

দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো, যা দেখলে শিউরে উঠবেন আপনি-

তরুণীর হাত কামড়ে ধরে এক হ্যাঁচকা টানে তাঁকে নিয়ে ফেলেছিল একদম জলাশয়ের ভিতর। ততক্ষণে হাত ছাড়ানোর চেষ্টা করতে শুরু করেছেন ওই মহিলা জু-কিপার। কিন্তু কুমিরের ধারালো দাঁত আর শক্তিশালী চোয়ালের মাঝখান থেকে কিছুতেই হাত বের করে আনতে পারছিলেন না ওই তরুণী। তাঁর অবস্থা দেখে ততক্ষণে ছুটে গিয়েছেন আর এজ জু-কিপার। সটান জলে লাফ দিয়ে কুমিরটির পিছনে গিয়ে তার চোয়াল শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তিনি। এর পরেও তরুণীর হাত ছাড়েনি কুমিরটি। শেষ পর্যন্ত কুমিরটির সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি করে বলা ভাল কার্যত কুস্তি লড়ে তরুণীকে উদ্ধার করেন ওই ব্যক্তি। ততক্ষণে alligator- এর কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে মহিলা জু-কিপারের হাত। গোটা ঘটনার আকস্মিকতায় ভয়ে আতঙ্কে কেমন যেন সিঁটিয়ে গিয়েছিলেন তরুণী। পিছন থেকে তাঁকে টেনে জলের বাইরে বের করে আনেন রেপ্টাইল সেন্টারেরই আর এক কর্মী।

এই ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। অনেকেই বলছেন, ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন তরুণী। ওই কুমির যে ধারালো দাঁত দিয়ে তাঁর পুরো হাতটাই কেটে নিয়ে চলে যায়নি, এটাই সুখবর। উল্লেখ্য, সাধারণত জু-কিপারদের সঙ্গে সেখানকার প্রাণীদের বেশ সখ্যই থাকে। কিন্তু এখানে আচমকা কেন কুমিরটি ওই জু-কিপারের উপর ক্ষেপে গিয়ে আক্রমণ করল তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রবাদে আছে সব ভাল যার শেষ ভাল। এ যাত্রায় তরুণী প্রানে বেঁচে গিয়েছেন এবং তাঁর হাতের ক্ষতও ক্রমশ ঠিক হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Viral Video: অনাথ হাতিশাবকের প্রাণ বাঁচাতে কী করলেন বনকর্মীরা!দেখুন সেই মন ভাল করা ভাইরাল ভিডিয়োটি…