Viral Video: নাগিন ডান্সের সে কী কায়দা! নাচের ঠেলায় বিয়েবাড়িতে আমন্ত্রিতরা এক এক করে ছিটকে পড়ে গেলেন

Viral Nagin Dance Video: এমন নাগিন ডান্সের ভিডিয়ো বোধহয় আগে কখনও দেখেননি। বিয়েবাড়িতে গিয়ে এক মদ্যপ ব্যক্তিকে দেখা গেল, নাগিন ডান্স করতে। তিনি এমন ভাবেই নাচলেন যে, বিয়েবাড়িতে আমন্ত্রিত অন্যান্যরা এক এক করে ছিটকে পড়ে গেলেন।

Viral Video: নাগিন ডান্সের সে কী কায়দা! নাচের ঠেলায় বিয়েবাড়িতে আমন্ত্রিতরা এক এক করে ছিটকে পড়ে গেলেন
এ কেমন নাচ! ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 8:15 PM

বিয়ের মরশুমে নানাবিধ ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কোনও ভিডিয়ো খুব হাস্যকর, কখনও আবার তা খানিক দুঃখের, কখনও তো এমনও হয় যে তাতে বোকামির পরিমাণটাও আমাদের অবাক করে দেয়। আর সেই কারণেই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। এবার একটা বিয়েবাড়ির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এমনই ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন লোকজন। এক ব্যক্তিকে দেখা গেল রীতিমতো মাটিতে শুয়ে নাগিন ডান্স (Nagin Dance) করতে। আর সেই নাগিন ডান্সের বহর দেখলে অবাক হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় থাকবে না আপনার।

ফেসবুকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন হেমন্ত হাবির রেবর নামের এক ব্যক্তি। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এই সিজ়নের সবথেকে খতরনাক নাগিন ডান্স।” আপনারও হয়তো এই একই কথা মনে হতে পারে ভিডিয়োটা একবার দেখার পর। উন্মাদের মতো নাচতে দেখা গিয়েছে ওই ব্যক্তি। মেঝেতে একপ্রকার লুটিয়ে পড়ে নাচলেন তিনি।

সে এমনই নাচ যে বাকিদের পালিয়ে যেতে হল। কারও গায়ে সজোরে পা লাগল, কেউ আবার ধাক্কা লেগে পড়ে গেলেন। সব মিলিয়ে একটা বিয়েবাড়ির অন্দরে একপ্রকার হট্টগোল ফেলে দিয়েছে এই ভিডিয়ো। নাচের নেশা ওই ব্যক্তির উপরে এমন ভাবেই আছড়ে পড়েছে যে, সেখানে বসে থাকা বাকি লোকজনকে ছিটকে যেতে হয়েছে। আর তা দেখে নেটপাড়ার লোকজন হাসি থামাতে পারেননি।

ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ শেয়ারও করেছেন। হাজার হাজার লাইক পড়েছে। তবে অনেকেই জানিয়েছেন যে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকার কারণেই এমন কাণ্ড ঘটেছে। তবে যাই ঘটুক না কেন, এই ভিডিয়ো এখন নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।