Viral Video: ডেলিভারি বয়ের জন্য দরজায় রাখা কুকিজ, বাড়ির মালিকের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া

সবকিছুর মধ্যে নজর কেড়েছে ওই ডেলিভারি বয়ের অভিব্যক্তি। বাড়ির মালিকের এই আচরণে তিনি যে দারুণ আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, সেটাই সবরকম ভাবে প্রকাশ করেছেন ওই যুবক।

Viral Video: ডেলিভারি বয়ের জন্য দরজায় রাখা কুকিজ, বাড়ির মালিকের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 3:10 PM

আর মাত্র কয়েকদিন পরেই ক্রিসমাস। সর্বত্রই এখন উৎসবের আমেজ। আর এই আনন্দের মরশুমে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজ়েনরা বলছেন, তাঁদের মন ভরে গিয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরে রাখা ছিল কুকিজ ভর্তি একটা ট্রে। মূলত ওই বাড়িতে যাঁরা জিনিসপত্র ডেলিভারি দিতে আসেন, সেই ডেলিভারি বয়দের জন্যই রাখা হয়েছে কুকিজ ভর্তি ট্রে। বিদেশে ক্রিসমাসের সময় কেকের সঙ্গে রকমারি কুকিজ খাওয়ারও চল রয়েছে। সেই জন্যই সুস্বাদু কুকিজ ভর্তি একটা ট্রে বাড়ির বাইরে দরজার সামনে সাজিয়ে রেখেছিলেন ওই বাড়ির মালিক। ডেলিভারি বয়রা যাতে জিনিসপত্র দিতে এসে বুঝতে পারেন যে তাঁদের জন্যই এই কুকিজের ট্রে রাখা হয়েছে, তার বন্দোবস্তও ছিল।

ওই বাড়িতে জিনিস দিতে এসে এক ডেলিভারি বয় ওই কুকিজের ট্রে দেখতেও পেয়েছিলেন। আর তা দেখে ওই ডেলিভারি বয় এতটাই আনন্দ পেয়েছেন যে, নিজের আবেগ অনুভূতি চেপে না রেখে প্রকাশ করেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন ওই বাড়ির মালিকদের। আর সেটাই ধরা পড়েছে ওই বাড়ির ডোরবেল বা কলিং বেলের সঙ্গে লাগানো ক্যামেরায়। ওই ডেলিভারি বয়ের অনুভূতিই আসলে নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে। জিনিস ডেলিভারি দিতে গিয়ে ক্রেতার বাড়ির দরজায় আতঁর জন্য কুকিজের ট্রে সাজানো থাকবে, এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি ওই ডেলিভারি বয়। প্রসঙ্গত উল্লেখ্য, আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন সব ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে ডেলিভারি বয়ের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেছেন ক্রেতা। সেখানে এমন একটি ভিডিয়ো সত্যিই মন ভাল করে দেয়।

দেখুন নেটিজ়েনদের মন জয় করে নেওয়া সেই ভাইরাল ভিডিয়ো

View this post on Instagram

A post shared by Nextdoor (@nextdoor)

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কুকিজের ট্রে পেয়ে ওই ডেলিভারি বয়ের চোখে-মুখে আনন্দ ফুটে উঠেছে। একগাল হাসির সঙ্গে মুখের অভিব্যক্তিতে ধরা পড়েছে আবেগ। মাথার টুপি খুলে take a bow পদ্ধতিতে ওই বাড়ির মালিকদের ধন্যবাদ জানিয়েছেন ওই যুবক। এই ঘটনায় তিনি যে দারুণ খুশি হয়েছেন, সেটা স্পষ্ট। আর ডেলিভারি প্রতি ওই বাড়ির মালিকদের সৌজন্যের এমন নজির দেখে তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজ়েনরাও।

আরও পড়ুন- Viral Video: মাস্কের বদলে যাত্রীর মুখে অন্তর্বাস, ফ্লাইট থেকে নামিয়ে শেষ পর্যন্ত ব্যান করল এয়ারলাইন কর্তৃপক্ষ

আরও পড়ুন- Viral Video: দুধের বিজ্ঞাপন তৈরি করায় ক্ষোভের মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার একটি ডেয়ারি কোম্পানিকে! কী ছিল সেই বিজ্ঞাপনে?

আরও পড়ুন- Viral Video: তেঁতুল গোলা জলের পরিবর্তে ফুচকায় মিরিন্ডা, নেটিজেনদের নজর কাড়লেন জয়পুরের ফুচকাওয়ালা!