Viral Video: প্রিন্সিপালের চেয়ার এক বাঁদর ছানা; ভাইরাল ভিডিয়োতে তাজ্জব নেটিজেন

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 30, 2021 | 8:43 PM

বাঁদরের সেই কাণ্ড এক ব্যক্তি ভিডিয়ো করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং মুহূর্তের মধ্যে ভাইরাল! ১.১৫ মিনিটের ভিডিয়োতে দেখা যাচ্ছে কী উৎপাতটাই না করছে সেই বাঁদরছানা।

Viral Video: প্রিন্সিপালের চেয়ার এক বাঁদর ছানা; ভাইরাল ভিডিয়োতে তাজ্জব নেটিজেন

Follow Us

কথাতেই আছে, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’। কিন্তু সেই বন্যেরা বন ছেড়ে যদি শহরে ঢুকে পড়ে আর বাঁদরামি করতে শুরু করে, কেমন লাগে বলুন! সেই বাঁদরামি সবচেয়ে ভাল করতে পারে যে প্রাণী, সে বাঁদর ছাড়া কে হতে পারে? বাঁদরের বাঁদরামিতে বারবার ওষ্ঠাগত হয়েছে মানুষের প্রাণ। তেমন ঘটনাই এবার ঘটল মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি স্কুলে। বাঁদর গিয়ে বসে পড়ল প্রিন্সিপালের চেয়ারে। বুঝুন কী অবাক কাণ্ড!

বাঁদরের সেই কাণ্ড এক ব্যক্তি ভিডিয়ো করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং মুহূর্তের মধ্যে ভাইরাল! ১.১৫ মিনিটের ভিডিয়োতে দেখা যাচ্ছে কী উৎপাতটাই না করছে সেই বাঁদরছানা। সঙ্গে আরও বেশ কয়েকজন বাঁদর। দল বেঁধে তাঁরা ঢুকে পড়ে স্কুলের মধ্যে। একটি বাঁদর ফাঁক পেয়ে সটান চলে যায় প্রিন্সিপালের ঘরে। গিয়ে বসে পড়ে তাঁর চেয়ারে। টানাটানি করতে শুরু করে দেয় চেয়ারের প্লাস্টিক। কখনও আবার মাথা গলিয়ে দেয় প্লাস্টিকের মধ্যে। কখনও টান মারে চেয়ারে। খামচে ধরে হেডমাস্টারের হাত! স্কুলের এক মহিলা কর্মচারী বাঁদরটিকে সরানোর চেষ্টা করে। তখনই প্রাণীটি একছুটে বেড়িয়ে যায় ঘর থেকে।

বাঁদর-কাণ্ডের ঘটনা নিয়ে ভিডিয়ো তৈরি হয়েছে আগেও। আগেও ভাইরাল হয়েছে সেই সব ভিডিয়ো। জুন মাসের শুরুতে দিল্লির মেট্রোর মধ্যে ঢুকে পড়ে এক বাঁদর। সেখানে একযাত্রীর পাশে বসে পড়ে সে। ধরে নেয় তাঁর হাত। ভাবখানা এমন, সেই যাত্রী যেন তাঁর পরম আত্মীয়। যেন তাঁর সঙ্গেই মেস্ট্রো যাত্রা করছে সে। শুধু তাই নয়, মেট্রোর জানালা দিয়ে অপার বিস্ময়ে দেখতে থাকে বাইরের প্রাকৃতিক দৃশ্য। বাঁদরের মেট্রো যাত্রার সেই অনন্য ভিডিয়ো ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। কিন্তু প্রশ্ন একটাই, কীভাবে বাঁদরটি ঢুকল মেট্রোর মধ্যে।

আরও পড়ুনViral Video: ‘শর্টকাট’ রাস্তা পার হতে গিয়ে ডুবে গেলেন এই ব্রিটিশ পর্যটক! ভিডিয়ো দেখে হাসির রোল নেটদুনিয়ায়

Viral Video: খালি হাতে বিশাল সাপ বাগে আনলেন তরুণী! ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা

Next Article