Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিয়ের পর নাচে মত্ত নবদম্পতি, যোগ্য সঙ্গ পোষ্যরও! আদুরে ভিডিয়ো মন কাড়ল নেটিজে়নদের

wedding: যে কোনও মালিকের কাছেই পোষ্য তার সন্তানপ্রিয়। আর তাই পোষ্যর অগ্রাধিকার কোনও কিছুর থেকেই কম নয়। সেই ছবিই ধরা পড়ল এই ভিডিয়োতে

Viral Video: বিয়ের পর নাচে মত্ত নবদম্পতি, যোগ্য সঙ্গ পোষ্যরও! আদুরে ভিডিয়ো মন কাড়ল নেটিজে়নদের
দম্পতির থেকেও নেটিজেনদের মন কাড়ল এই পোষ্য
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 8:03 PM

বিয়ে ঘিরে সবার মনেই থাকে অনেক স্বপ্ন। কে আর না চায় যে তার বিয়েটা রূপকথার থেকে কোনও অংশে কম হোক! বিয়ে নিয়ে ভাবনা, প্রস্তুতি চলতে থাকে অনেকদিন ধরে। অবশেষে যখন স্বপ্নের সেই দিন সামনে আসে তখন দুজনের কাছেই তা স্মরণীয় মুহূর্ত। যেন সিনেমার পর্দায় দেখা সেই দিবগুলো হঠাৎই বাস্তব হয়ে ধরা দিয়েছে তাঁদের সামনে। যেমন এই দম্পতি। খ্রিস্টান রীতি মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। পরনে দুধসাদা অফ শোল্ডার গাউন আর কালো টাক্সেডো। মনের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে খুশি দুজনেই। আর তাই বিবাহ পর্ব মিটতেই রীতি মেনে একে অপরের হাত ধরে উপস্থিত হন ওয়েডিং মঞ্চে। হাতে ফুলের গোছা নিয়ে দুজনেই তখন ব্যস্ত অতিথি আপ্যায়নে। সবাই নবদম্পতিকে শুবকামনা জানাচ্ছেন, তাঁরাও সবার সঙ্গে কুশল বিনিময় করছেন।

এরপর গানের ছন্দে সকলেই মেতে ওঠেন নৃত্যে। নবদম্পতিও একে অপরকে আলিঙ্গন করে ভরিয়ে দেন উষ্ণতায়। কিন্তু বাধ সাধে তাঁদের পোষ্য। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল ওই দম্পতির আদুরে পোষ্যও। মঞ্চের আশপাশেই ঘোরাফেরা করছিল। কিন্তু যখন সবাই নাচ শুরু করে তখন সেও তার প্রিয়জনদের সঙ্গে মিশে নাচতে চাইছিল। কোনও ভাবেই দম্পতিদের পাশ থেকে সরিয়ে আনা যাচ্ছিল না তাকে। এমনকী ওই দম্পতির ঘনিষ্ঠ চুম্বন মুহূর্তেও বাধা হয়ে দাঁড়ায় পোষ্য। কিছুতেই তাকে ছাড়া দম্পতিদের কাছে আসতে দিতে সে নারাজ।

এই কান্ড দেখে উপস্থিত সকলেই ফেটে পড়েন হাসিতে। আবার অনেকেই তাঁদের পোষ্যকে ভরিয়ে দিয়েছেন আদরে। পোষ্যের উপস্থিতিই মন কেড়েছে সকলের। ভিডিয়োটি পরে ভঙাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিয়ো দেখে নেটিজেনরা আর নিজেদের দমিয়ে রাখতে পারেননি। প্রচুর ভালবাসা উগড়ে দিয়েছেন ভিডিয়োটি দেখে। সেই সঙ্গে লাইক-শেয়ারও হয়েছে। ভিডিয়োটি প্রপোজাল অ্যান্ড ওয়েডিং নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা- ‘আমাকে মাফ করুন প্লিজ…আমিও নাচতে চাই’।

যে কোনও পোষ্যই তার মালিকের কাছে সন্তানতুল্য। আর এই কথাই যেন বুঝিয়ে দিয়েছে নবদম্পতির এই পরম বন্ধুটি। এমন মুহূর্ত কিন্তু মিস করবেন না আপনিও। ভিডিয়োটি দেখে নিন চটপট।

আরও পড়ুন: Viral Video: জলন্ত বহুতলের জানলা দিয়ে ঝুলছে দুই কিশোর! কীভাবে নিজেদের বাঁচাল তারা? দেখুন ভিডিয়োতে

আরও পড়ুন: Viral Video: বাইসনকে তাড়া করছে বাঘ, কয়েক হাত দূরে দাঁড়িয়ে ভিডিয়ো করলেন রণদীপ হুডা! দেখুন সেই ভিডিয়ো…