AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: চড়া রোদ হোক বা বৃষ্টি, গায়ে লাগবে না কিছুই; অভিনব এক সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেন এই বৃদ্ধ

Latest Viral Video: ভিডিয়োটি 'টেকনোলজি_ওয়ার্ল্ড_09' নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। যেখানে হাজার হাজার মানুষ লাইক করেছেন।

Viral Video: চড়া রোদ হোক বা বৃষ্টি, গায়ে লাগবে না কিছুই; অভিনব এক সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেন এই বৃদ্ধ
| Edited By: | Updated on: May 23, 2023 | 3:20 PM
Share

Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের প্রতিভাগুলি চোখে পড়ে। এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। মাথা খাটিয়ে মানুষ এমন সব জিনিস তৈরি করে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। গরমে বাঁচতে মানুষ কত কী-ই না উপায় খুঁজে বের করছে। তারমাত্রার পারদ যে হারে বাড়ছে, তাতে রাস্তায় বেরনো কঠিন হয়ে পড়েছে। কিন্তু পেট চালানোর দায়ে মানুষ রোজ ছুটছে কাজে। প্রখর রোদে সাইকেল চালানো কষ্টকর হয়ে পড়েছে। তবে এরই মধ্যে রাস্তায় এমন একজনকে দেখা গেল, যিনি সাইকেল চালাচ্ছেন কিন্তু একটুও রোদ-বৃষ্টি তার গায়ে লাগবে না। কিন্তু কী করে? ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

একটি ভিডিয়ো সোশ্যাস মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি লোককে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে। সাইকেলটি নিয়ে হাঁটছেন। সাইকেলের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে উপরে ছাউনি দিয়েছেন। এমনকি তাঁর দরকারি জিনিসগুলি তিনি সেই বাঁশের সঙ্গে টাঙিয়ে রেখেছেন। আপনার মনে হতে পারে, তাতে সাইকেলটি চলছে কীভাবে? বাঁশগুলি রাস্তায় ঠেকছে না। এমনকি তিনি তার উপর এমনভাবে ছাউনি দিয়েছেন, যাতে তার গায়ে কোনও রোদ না লাগে। আপনি আগে এমন কখনও সাইকেল দেখেছেন নাকি?

ভিডিয়োটি ‘টেকনোলজি_ওয়ার্ল্ড_09’ নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। যেখানে হাজার হাজার মানুষ লাইক করেছেন। তার এমন বুদ্ধি দেখে অধিকাঁশ নেটিজেনেরই চোখ কপালে উঠেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখে। কেউ বলেছেন, “দরকারে মানুষ ঠিক নিজেকে বাঁচিয়ে রাখার উপায় খুঁজে নিতে পারে।”