AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: হাত দিয়ে পাখা থামিয়ে ভক্তদের আশীর্বাদ! ‘পাঙ্খা বাবা’র মহিমায় মজে নেটিজ়েনরা

Viral Video Today: এবার এক 'পাঙ্খা বাবা'র সন্ধান দিল সোশ্যাল মিডিয়া। অদ্ভুত এক বাবা তিনি। এ দেশে আপনি হয়তো অনেক রকমের বাবা দেখেছেন, কিন্তু এরকম সাধু আপনি আগে কখনও দেখেননি। ভক্তদের আশীর্বাদ করতে তিনি এক অনন্য পন্থা অবলম্বন করেছেন।

Viral Video: হাত দিয়ে পাখা থামিয়ে ভক্তদের আশীর্বাদ! 'পাঙ্খা বাবা'র মহিমায় মজে নেটিজ়েনরা
পাঙ্খা বাবার সন্ধান দিল নেটপাড়া।
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 7:39 PM
Share

Latest Viral Video: এই ইন্টারনেট যে আপনাকে কত কিছুর সন্ধান দেবে তার ইয়ত্তা নেই। এবার এক ‘পাঙ্খা বাবা’র সন্ধান দিল সোশ্যাল মিডিয়া। অদ্ভুত এক বাবা তিনি। এ দেশে আপনি হয়তো অনেক রকমের বাবা দেখেছেন, কিন্তু এরকম সাধু আপনি আগে কখনও দেখেননি। ভক্তদের আশীর্বাদ করতে তিনি এক অনন্য পন্থা অবলম্বন করেছেন। যখনই কোনও ভক্ত তাঁর কাছে সমস্যার কথা বলতে যান, তিনি তখনই মাথার উপরে ঘুরতে থাকা পাখাটিকে হাতে করে থামিয়ে সেই হাত দিয়েই ভক্তের মাথা স্পর্শ করে আশীর্বাদ করেন।

সাধকের এহেন স্টাইল দেখেই নেটপাড়ার লোকজন তাঁর নাম দিয়েছেন, ‘পাঙ্খা বাবা’। জানা গিয়েছে, প্রতি দিন অগুনতি মানুষ তাঁর দরবারে গিয়ে ভিড় করেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। নেটিজ়েনদের একাংশ এই বাবার প্রতিভায় হতবাক হয়েছেন। অনেকেই বলেছেন, হাত করে পাখা যিনি থামাতে পারেন, তিনি প্রচণ্ডই ক্ষমতাবান। সাধকের সঙ্গে দেখাও করতে চেয়েছেন অনেকে।

এহেন ‘পাঙ্খা বাবা’-র যে অনেক বয়স, এমনটা কিন্তু নয়। ভিডিয়োতে দেখা গেল, তিন-চারজন মিলে ওই বাবাকে কোলে তুলে পাখার দিকে নিয়ে যাচ্ছেন। তারপর দেখা গেল, ওই বাবা ফ্যানের দিকে তাকিয়ে থাকেন এবং হাত দিয়ে পাখাটিকে থামিয়ে দিলেন। গত 26 জুন ইনস্টাগ্রামে wowcute_girl নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘জয় পাঙ্খা বাবা… ভক্তদের তিনি আশীর্বাদ করছেন।’

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 34.2 মিলিয়ন বা 3 কোটিরও বেশি ভিউ এবং 14 লাখ লাইক পেয়েছে ভিডিয়োটি। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখে। কেউ লিখেছেন, ‘ভারতে বাবাদের অভাব নেই। ইনিও একজন ভণ্ড বাবা।’ আর একজন এই ভিডিয়োটিকে ভুয়ো দাবি করে বলছেন, এটা কেবলই মজা করার জন্য শুট করা হয়েছে।