AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: পার্ক ভর্তি কুকুরদের একটি দল ছুটল রিমোট নিয়ন্ত্রিত গাড়ি ধরতে!

এই ভিডিয়ো দেখে আপনার মুখেও ফুটে উঠবে হাসি। আসলে ভিডিয়োটাই এই রকম যে মন ভাল করে দেয়। কুকুরদের কাছে রিমোট নিয়ন্ত্রিত গাড়িও কিছুটা অস্বাভাবিক এবং এটাই তাদেরকে করে তুলেছে ঔৎসুক্য।

Viral Video: পার্ক ভর্তি কুকুরদের একটি দল ছুটল রিমোট নিয়ন্ত্রিত গাড়ি ধরতে!
রিমোট নিয়ন্ত্রিত গাড়ির পিছনে কুকুরদের দৌড়ানোর ভিডিয়ো
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 2:02 PM
Share

সাধারণত পোষ্যর ভিডিয়ো ভাইরাল হলে তা বেশ আগ্রহের সঙ্গেই দেখি আমরা। তাছাড়া মানুষের মতো, প্রাণীরাও মজা পায় এবং কৌতূহল হয় যদি তারা নতুন এবং অস্বাভাবিক কিছু দেখে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে এখন ভাইরাল হচ্ছে এমনই একটি ঘটনা। একটি রিমোট নিয়ন্ত্রিত গাড়ির পিছনে পার্ক ভর্তি কুকুর দৌড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আমরা নিশ্চিত যে, এই ভিডিয়ো দেখে আপনার মুখেও ফুটে উঠবে হাসি। আসলে ভিডিয়োটাই এই রকম যে মন ভাল করে দেয়। কুকুরদের কাছে রিমোট নিয়ন্ত্রিত গাড়িও কিছুটা অস্বাভাবিক এবং এটাই তাদেরকে করে তুলেছে ঔৎসুক্য।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

ভিডিয়োটি হিউমর অ্যান্ড অ্যানিম্যাল নামক একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি পার্কে অসংখ্য কুকুর। পার্কের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তাদের মালিক। যা দেখে বোঝা যাচ্ছে এগুলি কারোর বাড়ির পোষ্য, যাদের একসঙ্গে নিয়ে আসা হয়েছে এই পার্কে। পার্কে চালানো হয়েছে একটি রিমোট নিয়ন্ত্রিত গাড়ি। সেই গাড়ি এই পোষ্যর গুলির কাছে এতটাই অস্বাভাবিক যে তাদের ঔৎসুক্য করে তুলেছে গাড়িটিকে ধরার জন্য। আর সেই একটি গাড়িকে ধরার জন্য মাঠ ভর্তি কুকুর দৌড়তে চলেছে গাড়িটির পিছনে। যদি শেষ অবধি কে গাড়িকে ধরতে পারল তা জানা যায়নি এই ভিডিয়োতে।

ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে যে, “আপনি যখন কুকুর ভর্তি পার্কে একটি আরসি গাড়ি নিয়ে আসেন তখন এটাই ঘটে।” ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরা বন্দি করা হয়েছিল তা জানা যায়নি। তবে গত ১৮ই সেপ্টেম্বর তা ট্যুইটারে পোস্ট করা হয়। এবং পোস্ট করা মাত্রই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।

এই ভাইরাল ভিডিয়োতে, কেউ দেখতে পেয়েছেন যে প্রায় ২০ টি কুকুর একটি গাড়িকে তাড়া করছে, এবং তাদের কেউই গাড়িটি ধরতে পারছে না কারণ এর গতি কুকুরের চেয়েও অনেক দ্রুত। নেটিজেনদেরও চোখ এড়ায়নি এই ভিডিয়ো। অনেকেই পোস্টে মন্তব্য করেছেন, যে কেউ গাড়ি পরিচালনা করছে সে সত্যিই ভাল। অন্যদিকে আরেকজন লিখেছেন যে ভিডিয়োতে যা দেখানো হয়নি, তা হল কুকুরগুলো যখন এটি ধরে ফেলে তখন কী ঘটেছিল।

ভিডিয়োটি ইতিমধ্যে ৮ লক্ষ ৯২ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। তার সঙ্গে লাইকও পেয়েছে ৫৮ হাজারেরও বেশি। অন্যদিকে, প্রায় ১০ হাজার মানুষ রিট্যুইট করেছেন ভিডিয়োটিকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: দেওয়ালে মাকড়সার মতো দাঁড়িয়ে থাকল ৫ বছরের ‘স্পাইডারগার্ল’!