Viral Video: মন থেকে মানতে পারেননি প্রেমিকার প্রত্যাখ্যান! আর তাই বিয়ের মণ্ডপে বরের সামনেই সিঁদুর পরালেন প্রাক্তন প্রেমিকাকে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 07, 2021 | 10:12 PM

Wedding: প্রেমিকা অন্য কারোর হবে তা মানতে পারেনি প্রেমিক। আর তাই সটান বিয়ের মন্ডপে মুখ ঢেকে এসে সিঁদুর পরিয়ে দেয় প্রেমিকার সিঁথিতে।

Follow Us

এমন ঘটনা সিনেমায় হয়। কিন্তু বাস্তবে? এমনই এক উদ্ভট বিয়ের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গোরক্ষপুর। প্রেমিককে আগেই প্রত্যাখ্যান করেছিলেন প্রেমিকা। কিন্তু প্রাক্তনের এই ব্যবহার মন থেকে মেনে নিতে পারেননি প্রেমিক। আর তাই বিয়ের মন্ডপেই চুপি চুপি হাজির হলেন তিনি। ঠিক মালাবদলের সময়ই নিলেন নাটকীয় এন্ট্রি। সিঁদুর তুলে সটান পরিয়ে দিলেন প্রিয় প্রেমিকার সিঁথিতে। ঘটনায় হতবাক সকলেই। আর তারপরই সেই ভিডিয়োর বিভিন্ন অংশ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

গোরক্ষপুরের হারপুরের ঘটনা। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে বর ও বউ আত্মীয় স্বজনের মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছেন। চলছে বিয়ের অনুষ্ঠান। মালা বদল সবে হয়েছে, হঠাৎই বর-কনের মাঝে ঢুকে পড়েন এক যুবক। কালো কাপড়ে ঢাকা মুখ। শুধু চোখ খোলা ছিল। জোর করেই কনের সিঁথিতে পরিয়ে দিলেন সিঁদুর। ওই সময় কনের মুও ওড়নায় ঢাকা ছিল। কিন্তু সে সব সরিয়েই সিঁদুর পরিয়ে দিলেন ওই ব্যক্তি।

অভিযুক্ত যুবক প্রাক্তন প্রেমিক কিছুদিন আগেই কাজের জন্য অন্য একটি শহরে গিয়েছিলেন। ওই সময়ের মধ্যেই প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যায় অন্য একজনের সঙ্গে। আর এই খবর মানতে পারেননি প্রাক্তন প্রেমিক। তাঁর প্রেমিকা অন্য কারোর হতে পরারে এমনটা তিনি মনে করতেই পাৈরেন না। আর সেই কারণেই জোর করে সিঁদুর পরিয়ে দেন প্রেমিকার সিঁথিতে।


গত ১ ডিসেোম্বর ছিল এই বিয়ের অনুষ্ঠান। সেখানেই এসে হামলা করেন ওই প্রাক্তন প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর মেয়ের পরিবারের লোকেরা খবর পাঠান পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। তবে নাটকের এখানেই ইতি নয়। অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। পরদিন সকালে বাড়ির ঠিক করা পাত্রের সঙ্গেই আবার বিয়ে হয় মেয়েটির। আর তারপরই এই বিয়ের ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Viral video: একটা গোটা চিকেন উইং নিজের হাতেই মনের আনন্দে সাবাড় করছে একরত্তি! আদুরে ভিডিয়োতে মজল নেটপাড়া

আরও পড়ুন: Viral Video: পাহাড়ি সিংহের মুখোমুখি বাড়ির পোষ্য কুকুর! কী হল তারপর… রইল ভাইরাল ভিডিয়ো

এমন ঘটনা সিনেমায় হয়। কিন্তু বাস্তবে? এমনই এক উদ্ভট বিয়ের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গোরক্ষপুর। প্রেমিককে আগেই প্রত্যাখ্যান করেছিলেন প্রেমিকা। কিন্তু প্রাক্তনের এই ব্যবহার মন থেকে মেনে নিতে পারেননি প্রেমিক। আর তাই বিয়ের মন্ডপেই চুপি চুপি হাজির হলেন তিনি। ঠিক মালাবদলের সময়ই নিলেন নাটকীয় এন্ট্রি। সিঁদুর তুলে সটান পরিয়ে দিলেন প্রিয় প্রেমিকার সিঁথিতে। ঘটনায় হতবাক সকলেই। আর তারপরই সেই ভিডিয়োর বিভিন্ন অংশ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

গোরক্ষপুরের হারপুরের ঘটনা। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে বর ও বউ আত্মীয় স্বজনের মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছেন। চলছে বিয়ের অনুষ্ঠান। মালা বদল সবে হয়েছে, হঠাৎই বর-কনের মাঝে ঢুকে পড়েন এক যুবক। কালো কাপড়ে ঢাকা মুখ। শুধু চোখ খোলা ছিল। জোর করেই কনের সিঁথিতে পরিয়ে দিলেন সিঁদুর। ওই সময় কনের মুও ওড়নায় ঢাকা ছিল। কিন্তু সে সব সরিয়েই সিঁদুর পরিয়ে দিলেন ওই ব্যক্তি।

অভিযুক্ত যুবক প্রাক্তন প্রেমিক কিছুদিন আগেই কাজের জন্য অন্য একটি শহরে গিয়েছিলেন। ওই সময়ের মধ্যেই প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যায় অন্য একজনের সঙ্গে। আর এই খবর মানতে পারেননি প্রাক্তন প্রেমিক। তাঁর প্রেমিকা অন্য কারোর হতে পরারে এমনটা তিনি মনে করতেই পাৈরেন না। আর সেই কারণেই জোর করে সিঁদুর পরিয়ে দেন প্রেমিকার সিঁথিতে।


গত ১ ডিসেোম্বর ছিল এই বিয়ের অনুষ্ঠান। সেখানেই এসে হামলা করেন ওই প্রাক্তন প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর মেয়ের পরিবারের লোকেরা খবর পাঠান পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। তবে নাটকের এখানেই ইতি নয়। অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। পরদিন সকালে বাড়ির ঠিক করা পাত্রের সঙ্গেই আবার বিয়ে হয় মেয়েটির। আর তারপরই এই বিয়ের ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Viral video: একটা গোটা চিকেন উইং নিজের হাতেই মনের আনন্দে সাবাড় করছে একরত্তি! আদুরে ভিডিয়োতে মজল নেটপাড়া

আরও পড়ুন: Viral Video: পাহাড়ি সিংহের মুখোমুখি বাড়ির পোষ্য কুকুর! কী হল তারপর… রইল ভাইরাল ভিডিয়ো

Next Article