Viral Video: বিষাক্ত কোবরার ভয়ঙ্কর ছোবল থেকে একটুর জন্য বেঁচে গেল এক যুবক!

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 10, 2021 | 4:41 PM

টুইটার ইউজারের মতে, ভিডিয়োটি মধ্যপ্রদেশের রাইসেন জেলার। ভাইরাল ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও কয়েকটি অ্যাকাউন্ট দ্বারা পোস্ট করা হয়েছিল।

Viral Video: বিষাক্ত কোবরার ভয়ঙ্কর ছোবল থেকে একটুর জন্য বেঁচে গেল এক যুবক!

Follow Us

একটা কথা আমাদের মাঝে খুব প্রচলিত আছে, যদি আপনার কপাল ভাল থাকে তাহলে কোনও কিছুই আপনার কোনও ক্ষতি করতে পারে না। অনেক সময় কিছু কিছু প্রচলিত কথা খুব অবাস্তব উদাহরণের মাধ্যমে নিজেদের সত্যতা যাচাই করতে সাহায্য করে। আর যখন তা হয়, বেশ কিছুদিন আমরা সেই কথা আর সেই সঙ্গে ঘটনার মুহূর্তকে স্মরণ করতে থাকি। সাম্প্রতিককালে একটি কোবরার বিষাক্ত কামড় থেকে এক যুবকের বেঁচে পালানোর ঘটনা এই কথাকেই আবার প্রমাণ করে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের কোবরার কামড় থেকে পালানোর একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যায়, একটি ছোট ছেলে, তার স্মার্টফোন ঘাঁটতে ব্যস্ত ছিল। এই অবস্থাতেই সে একটা ছোট দোকানে ঢুকে বসে। আর তারপরেই দোকানের সিসিটিভিতে রেকর্ড হয় সেই ভয়ঙ্কর বিপজ্জনক মুহূর্ত।

ভিডিয়োটি দেখুন:

দোকানটিতে একটি ইঁদুরে শিকার করার জন্য তাড়া করে এসেছিল একটা ভয়ঙ্কর বিষাক্ত কালো কোবরা সাপ। ছেলেটি দোকানে গিয়ে নিজের শরীর এলিয়ে দেওয়ার আগে জানতোও না এই ঘটনার কথা। সে পুরোপুরিভাবেই তার স্মার্টফোন নিয়ে ব্যস্ত ছিল। এই ভয়ানক বিপদ চিনতে প্রায় অনেক দেরি করে ফেলেছিল ছেলেটা।

সৌভাগ্যক্রমে একদম শেষ মুহূর্তে তার চোখ যখন তার স্মার্টফোনের স্ক্রিন থেকে সরে তখন সে এক লাফে দোকান থেকে বেরিয়ে আসে। আর তার ঠিক পরেই দেখা যায় যে ছেলেটা যে জায়গায় বসেছিল, সেখানে একটা ইঁদুরকে তাড়া করে আসছে একটা ভয়ঙ্কর কালো কোবরা সাপ। ভিডিয়োতে আরও দেখা যায় যে। ছেলেটি কয়েক সেকেন্ডের জন্য যেন জমে গেছে। কারণ এই পুরো ঘটনাটা বোধগম্য করতেই তার বেশ কিছুটা সময় চলে গেছিল।

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিক হিতানন্দ শর্মা। শর্মা পোস্টের সঙ্গে লিখেছেন, “যাঁদের স্বয়ং ঈশ্বর সুরক্ষা দেন, তাঁদের কেউ ক্ষতি করতে পারে না।”

টুইটার ইউজারের মতে, ভিডিয়োটি মধ্যপ্রদেশের রাইসেন জেলার। ভাইরাল ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও কয়েকটি অ্যাকাউন্ট দ্বারা পোস্ট করা হয়েছিল।

আরও পড়ুন: সাপকে অনুরোধ বৃদ্ধার! দয়া করে বাড়ি থেকে বেরিয়ে যাও, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় জ্বলন্ত গাড়ি থেকে বৃদ্ধ দম্পতিদের উদ্ধারের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়!

Next Article