Viral Video: ‘কাভালা’ গানে স্কুলপড়ুয়াদের দুর্দান্ত নাচ, ভিডিয়ো শেয়ার করলেন তামান্না ভাটিয়া
Viral Video Today: দুর্দান্ত এই গান ইতিমধ্যেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের গণ্ডি পেরিয়ে টলি-বলি সমস্ত মাধ্যমের সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। বাচ্চা থেকে বুড়ো সকলকেই এই গানে নাচতে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন স্কুলপড়ুয়াকে এই 'কাভালা' গানে নাচতে দেখা দিয়েছে।
Latest Viral Video: ইনস্টাগ্রাম খুললেই রিলসের ছড়াছড়ি। সেই গুচ্ছের রিলসের মধ্যে আপনি নিশ্চয়ই তামান্না ভাটিয়া ও রজনিকান্তের ‘কাভালা’ গানটি শুনেছেন। দুর্দান্ত এই গান ইতিমধ্যেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের গণ্ডি পেরিয়ে টলি-বলি সমস্ত মাধ্যমের সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। বাচ্চা থেকে বুড়ো সকলকেই এই গানে নাচতে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন স্কুলপড়ুয়াকে এই ‘কাভালা’ গানে নাচতে দেখা দিয়েছে। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
@balramrj143 নামক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, কাদার মধ্যে নীল রঙের স্কুল পোশাক পরিহিত বাচ্চারা ‘কাভালা’ রীতিমতো গানে নাচছে। আর সেই নাচ দেখে নেটপাড়ায় রীতিমতো হাসির রোল উঠেছে। এই গানটি ‘জেলার’ ছবির গান, যেখানে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া এবং রজনিকান্ত।
View this post on Instagram
প্রায় 30 লাখের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিয়োটির। স্কুলের প্রত্যেক পড়ুয়াকে নীল রঙের শার্ট এবং বাদামি প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। স্কুলপড়ুয়াদের নাচ বেজায় পছন্দ হয়েছে সিনেমার অভিনেত্রী খোদ তামান্না ভাটিয়ারও। তিনি নিজেও তাঁর ইনস্টা স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করেছেন।
পোস্টে তামান্না লিখেছেন, এটি হল গানের সেরা সংস্করণ। আগামী 10 অগস্ট মুক্তি পাবে রজনিকান্ত ও তামান্না অভিনীত ‘জেলার’ ছবিটি। নেলসন দিলীপকুমার পরিচালিত এই তামিল ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।