সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে বিভিন্ন ট্রেন্ডিং গানের সঙ্গে নাচ করে ভিডিয়ো বা রিলস বানানো এখন ট্রেন্ড। আর সেই ট্রেন্ডের জেরেই বিখ্যাত হয়েছে স্পাইস জেট সংস্থার এয়ার হসটেস (SpiceJet air hostess) উমা মীনাক্ষী। এর আগে অনেক ট্রেন্ডিং গানের সঙ্গে নেচেই ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে এই বিমানসেবিকাকে। ইনস্টাগ্রামে সেইসব ভিডিয়ো ভাইরালও (Viral Video) হয়েছিল মুহূর্তের মধ্যে। একবার ফের ট্রেন্ডিং একটি গানের সঙ্গে বিমানবন্দরের মধ্যেই নাচতে দেখা গিয়েছে উমাকে। এবার তিনি বেছে নিয়েছেন এ পি ঢিঁল্লোর জনপ্রিয় গান ‘এক্সকিউসেস’ (song Excuses by AP Dhillon)। এই গান রিলিজের পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে। ইনস্টাগ্রামে অসংখ্য রিলস এবং ভিডিয়োও তৈরি হয়েছে এই গানে। এবার সেই বহুল চর্চিত গানের ছন্দেই নাচতে দেখা গিয়েছে স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষীকে।
দেখুন এ পি ঢিঁল্লোর ‘এক্সকিউসেস’ গানে স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষীর নাচ
বিমানবন্দরের মধ্যে স্পাইস জেটের বিমানসেবিকাদের লাল রঙের পোশাক পরেই নাচতে দেখা গিয়েছে উমাকে। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এই র্যাপারে গানে নেচেছেন তিনি। শুধু নাচই নয় গানের লিরিক্সের সঙ্গে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছে এই বিমানসেবিকাকে। এই নাচের ভিডিয়োতে নিঃসন্দেহে নজর কেড়েছেন তিনি। কারণ এর মধ্যেই উমা মীনাক্ষীর ওই নাচের ভিডিয়োর ভিউ হয়েছে ১.৩ মিলিয়নের বেশি। তাঁর নাচের এবং একই সঙ্গে এক্সপ্রেশনেরও প্রশংসা করেছেন নেটিজ়েনদের একাংশ। কমেন্ট বক্সে জড়ো হয়েছে অসংখ্য প্রশংসা বার্তা। হার্ট আর লাভ ইমোজির বন্যা বইছে ওই ভিডিয়োতে। নেটিজ়েনদের অনেকে আবার এও বলেছেন যে, নাচকেও পেশা হিসেবে বেছে নিতে পারতেন উমা। কারণ সত্যিই দারুণ নাচ করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এ পি ঢিঁল্লো- র আসল নাম অমৃতপাল সিং ঢিঁল্লো। একাধারে তিনি গায়ক এবং র্যাপার। লেখেন গানও। ইতিমধ্যেই এই পাঞ্জাবি তরুণের একাধিক গান দারুণ ভাবে জনপ্রিয় হয়েছে। তার মধ্যে অন্যতম ‘ব্রাউন মুন্ডে’। এছাড়াও হালফিলে তরুণ প্রজন্মের একাংশ যাঁরা পাঞ্জাবি গান এবং র্যাপ মিউজিকের ভক্ত, তাঁরা মজেছেন এই ‘এক্সকিউসেস’ গানের ছন্দে। অনেক ইনস্টাগ্রামারই এর মধ্যে এ পি ঢিঁল্লোর গানের সঙ্গে নাচ করে ভিডিয়ো তৈরি করেছেন বা রিলস বানিয়েছেন। ‘স্টার কিড’- দের মধ্যেও (জেনারেশন ওয়াই) বেশ জনপ্রিয় এ পি ঢিঁল্লোর গান।
আরও পড়ুন- Viral: গাড়িতে জীবন্ত কুমির নিয়ে যাচ্ছিলেন যুবক! ধরা পড়তেই গ্রেফতার, দেখুন ভাইরাল ছবি
আরও পড়ুন- Viral Video: বিমানের ভিতরে সাপ, ভিডিয়ো শেয়ার করলেন পাইলট, নেটাগরিকরা বললেন, ‘দুঃস্বপ্ন’!
আরও পড়ুন- Viral: পুষ্পা-শ্রীবল্লী এবার হাজির শাড়িতেও! সুরাটের দোকানে দেদার বিকোচ্ছে ‘পুষ্পা’ শাড়ি