Viral: পুষ্পা-শ্রীবল্লী এবার হাজির শাড়িতেও! সুরাটের দোকানে দেদার বিকোচ্ছে ‘পুষ্পা’ শাড়ি
প্রথমে কয়েকটা শাড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন ওই দোকানের মালিক। ভাবেননি যে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে তাঁর পুষ্পা শাড়ি।
এবার বাজারে এল ‘পুষ্পা’ শাড়ি (Pushpa Saree)। আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’- তে (Pushpa) নাম ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী এই অভিনেতা। এবার শাড়ির মধ্যে সেই পুষ্পারাজ (Pushparaj) এবং তাঁর প্রেয়সী শ্রীবল্লীর (Srivalli) ছবি দেখা গিয়েছে। সিনেমায় শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)। এই দুই অভিনেতার ছবি দেওয়া (পুষ্পা সিনেমার চরিত্রের লুক) শাড়িই এখন পাওয়া যাচ্ছে সুরাটের একটি দোকানে। রিলিজের আগেই আন্দাজ করা হয়েছিল যে ব্যাপক জনপ্রিয় হবে এই ছবি। আর ছবি রিলিজের পর তার হাতেনাতে প্রমাণ পাওয়া গিয়েছে। ইনস্টাগ্রামে চলছে ‘পুষ্পা’ ঝড়। এই সিনেমার সংলাপ আর গানে নেচে রিলস বানিয়ে ফেলেছেন প্রায় সব ইনস্টাগ্রামাররা। তারকা, আমজনতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার— পুষ্পা স্রোতে গা ভাসিয়েছেন সকলেই।
তবে এভাবে যে পুষ্পা শাড়িও বাজারে এসে যাবে সেটা বোধহয় অনেকেই আন্দাজ করেননি। গুজরাতের সুরাটে একটি দোকানে ‘পুষ্পা’ ছবির পোস্টারে আল্লু অর্জুন ওরফে পুষ্পরাজ এবং রশ্মিকা মান্দানা ওরফে শ্রীবল্লীর যেমন লুক ছিল, অবিকল সেতাই দেখা গিয়েছে শাড়িতে। শাড়ি, জামাকাপড়ের দোকানের জন্য বরাবরই বিখ্যাত সুরাট। এবার সেখানে একটি দোকানে পাওয়া যাচ্ছে এই স্পেশ্যাল পুষ্পা শাড়ি। জানা গিয়েছে, ওই দোকানের নাম চরণজিৎ ক্রিয়েশন। দোকানের মালিক চরণপাল সিংয়ের মাথাতেই প্রথম এই অন্যরকম আইডিয়া এসেছিল। পুষ্পা সিনেমার জনপ্রিয়তা দেখেই এমন ভাবনা তাঁর মাথায় এসেছিল।
প্রথমে কয়েকটা শাড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন ওই দোকানের মালিক। ভাবেননি যে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে তাঁর পুষ্পা শাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসতে শুরু করেছে চরণপাল সিংয়ের দোকানে। এছাড়া স্থানীয় ভাবেও চাহিদা বেড়েছে এই পুষ্পা শাড়ির। সোশ্যাল মিডিয়ায় শাড়ির ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিখ্যাত হয়ে গিয়েছে সুরাটের ওই দোকান। মালিক জানিয়েছেন, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ ও আরও অনেক রাজ্য থেকেই আসছে অর্ডার। সুরাটের ওই দোকান থেকে খুব তাড়াতাড়ি এই পুষ্পা শাড়ি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সকলে।
বেশ কয়েকবছর আগে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন শাড়ির দোকান ছেয়ে গিয়েছিল বাহা শাড়িতে। একটি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘বাহামণি’- র দৌলতেই বিখ্যাত হয়েছিল ওই বাহা শাড়ি। দীর্ঘদিন রমরমিয়ে ব্যবসাও করেছিল ও শাড়ি। এবার পুষ্পা শাড়ির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সিনেমার জনপ্রিয়তার কারণেই রাতারাতি লাইমলাইটে চলে এসেছে সুরাটের ওই দোকানের পুষ্পা শাড়ি।
আরও পড়ুন- Viral Video: পথের কুকুরকে যত্ন করে ভাত খাওয়াচ্ছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিয়ো মনজয় করল নেটিজ়েনদের
আরও পড়ুন- Viral Video: কোরিয়ান বান্ধবীর সঙ্গে ‘সামি সামি’ গানে নাচ ভারতীয় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: কাঁচা বাদাম গানে নাচলেন কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, দিলেন নিজস্ব ছোঁয়া!