Viral Video: কোরিয়ান বান্ধবীর সঙ্গে ‘সামি সামি’ গানে নাচ ভারতীয় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো
ভারতীয় মহিলা সীতালক্ষ্মীর কোরিয়ান বন্ধু যে হিন্দি গানের তালে এভাবে ছন্দ মেলাতে পারবেন, সেটা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারেননি।
ইনস্টাগ্রামে ‘পুষ্পা’ (Pushpa) ঝড় যেন থামছেই না। সিনেমার ডায়লগ, গান, নাচের স্টেপে রিল বানাননি এমন বোধহয় আর কেউই নেই। শুধু দেশে নয় বিদেশেও নয় সাড়া জাগিয়েছে ‘পুষ্পা’ ছবির সংলাপ। কয়েকদিন আগেই কোরিয়ার এক মহিলাকে ‘শ্রীবল্লি’ (Srivalli) গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। এবার ফের এক কোরিয়ান মহিলা নেচেছেন ‘পুষ্পা’ ছবির আর একটি জনপ্রিয় গান ‘সামি সামি’- তে (Sami Sami)। পর্দায় এই গানের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার নাচ ব্যাপক জনপ্রিয় হয়েছে। আর এবার সেই গানের সঙ্গে রশ্মিকার মতোই নেচে নজর কেড়েছেন এই কোরিয়ান মহিলা। জানা গিয়েছে, তাঁর এক ভারতীয় বান্ধবীই তাঁকে এই গানে নাচার জন্য উৎসাহ দিয়েছেন। তারপর দু’জন একসঙ্গে নাচ করে একটা ভিডিয়ো বানিয়েছেন। ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (Viral Video)।
দেখুন ‘সামি সামি’ গানে ভারতীয় বন্ধুর সঙ্গে কোরিয়ান মহিলার নাচের ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছে সীতালক্ষ্মী রঙ্গনাথন নামের এক ইউজার। সেখানে দেখা গিয়েছে দক্ষিণ কোরিয়ার এক মহিলাকে যাঁর নাম জিওন। সীতালক্ষ্মী এবং জিওন, দু’জনেই শাড়ি পরে সুন্দর করে সেজেছেন। আর তারপর এই ট্রেন্ডিং গানে নাচও করেছেন জমিয়ে। আজকাল বলিউডের অনেক সিনেমার গানের একটা ‘হুক স্টেপ’ থাকে। অর্থাৎ যে নাচের স্টেপ নিয়ে বহুল চর্চা হয়, তাকেই বলে হুক স্টেপ। ‘পুষ্পা’ ছবির তো প্রায় সব গানেই রয়েছে ‘হুক স্টেপ’। এবার ‘সামি সামি’ গানের গুক স্টেপে রশ্মিকা মান্দানার মতোই নাচ করেছেন এই দুই মহিলা। ভারতীয় মহিলা সীতালক্ষ্মীর কোরিয়ান বন্ধু যে হিন্দি গানের তালে এভাবে ছন্দ মেলাতে পারবেন, সেটা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারেননি। শেয়ার হওয়ার পর থেকে ইতিমধ্যেই প্রায় ৬১ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। নেটিজ়েনদেরও বেশ পছন্দ হয়েছে এই নাচ।
কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল আর এক কোরিয়ান মহিলার ‘শ্রীবল্লি’ গানের সঙ্গে নাচ। ওই নাচের ‘হুক স্টেপ’ একদম নিখুঁত ভাবে নকল করেছিলেন মহিলা। পিছনে টিভিতে চলছিল শ্রীবল্লি গান। আর সামনে নাচ করছিলেন ওই মহিলা। সাজপোশাক অনেকটাই আল্লু অর্জুনের মতো করেছিলেন তিনি। আর নাচের স্টেপে তো অবিকল নকল করেছিলেন দক্ষিণী অভিনেতাকে। একই ভাবে একদিকের কাঁধ উঁচু করে পা টেনে টেনে হেঁটে নাচের হুক স্টেপ অনুকরণ করেছিলেন ওই কোরিয়ান মহিলা। তাঁর নাচেরও দেদার প্রশংস আকরেছিলেন নেটিজ়েনরা।
আরও পড়ুন- Viral Video: কাঁচা বাদাম গানে নাচলেন কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, দিলেন নিজস্ব ছোঁয়া!
আরও পড়ুন- Viral Video: তরুণীর সঙ্গে যোগাসন অভ্যাস পোষ্য সারমেয়র! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজ়েনরা
আরও পড়ুন- Viral Video: বিয়ের পরক্ষণেই নবদম্পতির হাতাহাতি! প্রেমের সপ্তাহে এই ভিডিয়ো মন কাড়ল নেটাগরিকদের