Viral Video: পথের কুকুরকে যত্ন করে ভাত খাওয়াচ্ছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিয়ো মনজয় করল নেটিজ়েনদের

ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়েছেন ওই বৃদ্ধ। সাইকেলের ক্যারিয়ারে একটি পাত্রে রাখা রয়েছে খাবার, সম্ভবত ভাত। সেখান থেকেই বড় চামচ বা হাতা জাতীয় জিনিসের সাহায্যে খাবার তুলে কুকুরটিকে খেতে দিচ্ছে ওই বৃদ্ধ।

Viral Video: পথের কুকুরকে যত্ন করে ভাত খাওয়াচ্ছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিয়ো মনজয় করল নেটিজ়েনদের
ওই বৃদ্ধের কাজকে কুর্নিশ জানিয়েছেন সকলে। Photo Credit: India Today
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 9:30 AM

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়, যা দেখে মন ভাল হতে বাধ্য। হাজার সমস্যার মধ্যেও যেন খুশির দমকা হাওয়ার মতো আসে এইসব ভিডিয়ো। ঠোঁটের কোণে হাসির সঙ্গে কোথাও যেন একটু চিকচিক করে ওঠে চোখের কোণাও। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে টুইটারে (Twitter)। আর এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা শুধুই বলছেন যে তাঁরা মুগ্ধ। আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা গিয়েছে এক বৃদ্ধকে। হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছে বয়স হয়েছে তাঁর। পায়ের জোর কমেছে। হাতের ভারসাম্যও কিছুটা টলমল। কিন্তু বয়সের ভার ওই বৃদ্ধকে জীবসেবা থেকে বিরত রাখতে পারেনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ওই বৃদ্ধ অত্যন্ত যত্নের সঙ্গে একটি পথের কুকুরকে (Stray Dog) খেতে দিচ্ছেন। কুকুরটির হাবভাব দেখেও এটা স্পষ্ট যে এর আগেও বৃদ্ধ তাকে খাইয়েছেন। ওনার কাছে খাওয়াদাওয়া করতে অভ্যস্ত সে।

দেখুন ওই বৃদ্ধ ব্যক্তির পথের কুকুরকে যত্ন করে ভাত খাওয়ানোর সেই ভাইরাল ভিডিয়ো 

ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়েছেন ওই বৃদ্ধ। সাইকেলের ক্যারিয়ারে একটি পাত্রে রাখা রয়েছে খাবার, সম্ভবত ভাত। সেখান থেকেই বড় চামচ বা হাতা জাতীয় জিনিসের সাহায্যে খাবার তুলে কুকুরটিকে খেতে দিচ্ছে ওই বৃদ্ধ। নেটিজ়েনরা বলছেন, হোক না সাধারণ সেদ্ধ ভাত, কিন্তু এই বৃদ্ধ যেভাবে যত্ন করে কুকুরটিকে খেতে দিচ্ছেন, সেটা দেখে অনেক কিছুর শেখা রয়েছে। মানবতার এমন নজির দেখে মুগ্ধ নেটিজ়েনরা। সকলেই ওই বৃদ্ধের এত ভাল কাজের জন্য তাঁর প্রশংসা করেছেন, কুর্নিশ জানিয়েছেন। অবলা জীবরা তো মুখে বলে বোঝাতে পারে না যে তাদের খিদে পেয়েছে। কিন্তু এই বৃদ্ধ যে ওদের মনে কথা বুঝতে পেরে রান্না করে ভাত নিয়ে এসেছেন ওদের খাওয়ানোর জন্য সেটা সত্যিই প্রশংসার যোগ্য, বলছেন নেটিজ়েনরা।

টুইটারে শেয়ার এবং ভাইরাল হওয়ার পর থেকে এই ভিডিয়োর ভিউ হয়েছে ৩৭ হাজারের বেশি। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। নেটিজ়েনরা বলছেন, যে পূণ্য এই বৃদ্ধ করেছেন তার জন্য ঈশ্বরের অনেক আশীর্বাদ পাবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজকাল জীবজন্তুর উপর বিভিন্ন নিষ্ঠুরতার এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয় যা দেখলে শিউরে উঠতে হয়। তবে শত খারাপের মধ্যেও যে এখনও ভালমানুষ রয়েছেন যাঁরা জীবজন্তুকে ভালবাসেন সেটা আরও একবার প্রমাণ করে দিল এই ভিডিয়ো।

আরও পড়ুন- Viral Video: কোরিয়ান বান্ধবীর সঙ্গে ‘সামি সামি’ গানে নাচ ভারতীয় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: কাঁচা বাদাম গানে নাচলেন কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, দিলেন নিজস্ব ছোঁয়া!

আরও পড়ুন- Viral Video: তরুণীর সঙ্গে যোগাসন অভ্যাস পোষ্য সারমেয়র! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজ়েনরা