AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিমানের ভিতরে সাপ, ভিডিয়ো শেয়ার করলেন পাইলট, নেটাগরিকরা বললেন, ‘দুঃস্বপ্ন’!

ছোট্ট সেই ভিডিয়োতে বিমানের আলোকিত জায়গায় দেখা গিয়েছে সাপটিকে। এয়ার এশিয়া এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ার তাওয়ায়ুর দিকে যাচ্ছিল। সেই বিমানেই ছিল এই সাপটি।

Viral Video: বিমানের ভিতরে সাপ, ভিডিয়ো শেয়ার করলেন পাইলট, নেটাগরিকরা বললেন, 'দুঃস্বপ্ন'!
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 11:07 AM
Share

অনেক মানুষই আছেন, যাঁরা প্লেনে চড়তে ভয় পান। কিন্তু সেই প্লেনে আবার যদি সাপ (Snake On A Plane) দেখা যায়? কী কাণ্ডটাই না হতে পারে বলুন তো। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটে গেল একটি প্লেনে, আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। হানা মহসিন খান নামের এক কমার্শিয়াল পাইলট (Pilot) ট্যুইটারে এই ভিডিয়োটি (Twitter Video) শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ছোট্ট সেই ভিডিয়োতে বিমানের আলোকিত জায়গায় দেখা গিয়েছে সাপটিকে। এয়ার এশিয়া এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ার তাওয়ায়ুর দিকে যাচ্ছিল। সেই বিমানেই ছিল এই সাপটি। অনেকেই বলছেন যে, এই সাপটি হয় কোনও যাত্রীর ব্যাগ থেকে এসেছে না হলে মাটিতে বিমানটি থাকার সময়ই তা উঠে পড়েছিল।

ট্যুইটারে এই ভিডিয়ো পেস্ট করে সেই পাইলট লিখছেন, “প্লেনে সাপ! হয়তো কোনও প্যাসেঞ্জারের ব্যাগ থেকে উঠে পড়েছে না হলে প্লেনটি মাটিতে থাকার সময়ই এটি প্লেনে উঠে পড়েছে। এয়ার এশিয়া এয়ারবাস কুয়ালালামপুর থেকে তাওয়ায়ুগামী ফ্লাইটে এই সাপটি উঠে পড়ে। বেশ আনন্দেই আরাম করে বিমানের আলোকিত অবস্থায় সাপটি বসেছিল।”

নেটাগরিকরা অনেকেই নানাবিধ মন্তব্য করেছেন ভাইরাল এই ভিডিয়োতে। একজন লিখছেন, “আমি যদি ওই ফ্লাইটে থাকতাম, তাহলে এতক্ষণ পালাতাম।” আর একজন আবার লিখলেন, “প্যাসেঞ্জারদের কেউ সাপটিকে দেখে ভয় পায়নি?”

আরও পড়ুন: Viral Video: পথের কুকুরকে যত্ন করে ভাত খাওয়াচ্ছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিয়ো মনজয় করল নেটিজ়েনদের

আরও পড়ুন: Viral Video: কোরিয়ান বান্ধবীর সঙ্গে ‘সামি সামি’ গানে নাচ ভারতীয় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: তরুণীর সঙ্গে যোগাসন অভ্যাস পোষ্য সারমেয়র! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটিজ়েনরা