Viral Video: প্রাণের বান্ধবকে আলিঙ্গনে দুই পায়ে দাঁড়িয়ে পড়ল বিরাট বাঘ, দেখুন

Tiger Hugs Man: সত্যিই এই রিল যেন অবাক করার মতোই। ওই এত্ত বড় বাঘটা যে ভাবে লোকটাকে জড়িয়ে ধরতে দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তা সত্যিই অবাক করার মতোই। এর মধ্যেই আবার বাঘটি মনের মানুষকে দেখতে পেয়ে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপরেই সে লোকটার হাত ধরতে শুরু করে। ততক্ষণে ওই লোকটা বাঘের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।

Viral Video: প্রাণের বান্ধবকে আলিঙ্গনে দুই পায়ে দাঁড়িয়ে পড়ল বিরাট বাঘ, দেখুন
এই লোকটার সাহসিকতার প্রশংসা করলেন নেটিজ়েনরা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:44 PM

বাঘের সঙ্গে আলিঙ্গন একটা মানুষের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে বলুন তো। তবে সে বাঘ যদি পোষ্য হয়, তাহলে আলিঙ্গন মানুষ-বাঘের আলিঙ্গন, মানুষ-মানুষের থেকে কোনও অংশে কম হয় না। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় জোর ভাইরাল হল। সেখানে দেখা গেল, বিরাট বাঘটা তার প্রাণের বান্ধবকে দাঁড়িয়ে আলিঙ্গন করার চেষ্টা করছে, আলতো আদরে তাকে ভরিয়ে দিতে চাইছে। সেই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা তো অবাক। পরে বোঝা গেল, পোষ্য বা পরম বন্ধু হওয়া ছাড়া কোনও ভাবেই এরকম আলিঙ্গন সম্ভব নয়।

তবে লোকজন সেই ব্যক্তির সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, এই প্রথম বার কোনও বাঘকে দেখা গেল দুই পা তুলে উঠে দাঁড়াতে। তবে বাঘটা যতটা নিজের মনে করে লোকটিকে আলিঙ্গন করতে চাইছিল, লোকটা কিন্তু ততটা পাত্তা দেয়নি। বাঘটি যখনই উঠে দাঁড়িয়ে লোকটিকে আলিঙ্গন করতে যাবে, সঙ্গে সঙ্গে তিনি নিজের থেকে আদরের বাঘকে দূরে ঠেলে দেন।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @nouman.hassan1 নামক একটি হ্যান্ডেল থেকে। সত্যিই এই রিল যেন অবাক করার মতোই। ওই এত্ত বড় বাঘটা যে ভাবে লোকটাকে জড়িয়ে ধরতে দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তা সত্যিই অবাক করার মতোই। এর মধ্যেই আবার বাঘটি মনের মানুষকে দেখতে পেয়ে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপরেই সে লোকটার হাত ধরতে শুরু করে। ততক্ষণে ওই লোকটা বাঘের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।

অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। ক্লিপটি 5 লাখ 38 হাজার ভিউ এবং 13 হাজারের বেশি লাইক পেয়েছে। এই প্রথম নয় যে ব্যক্তি তাঁর ইন্সটা পেজে এমন ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি প্রায়শই বাঘ থেকে সিংহ পর্যন্ত বিভিন্ন প্রাণীদের সঙ্গে ভিডিয়ো করেন এবং সেগুলি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। এই ক্লিপটি দেখার পরে কেউ কেউ বলেছেন, সুন্দর প্রাণীটি এই বাড়ির সদস্য হয়ে উঠেছে। কেউ কেউ আবার লিখেছেন, বন্যরা বনেই সুন্দর, এদের এখানে রাখলে কত বড় বিপদ হতে পারে ভাবতে পারবেন না!