Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!

চাইনিজ় নিউ ইয়ারের সেলিব্রেশনের সময়কার একটি ভিডিয়ো। এই সময়টা অন্যান্য দেশের মতো সে দেশেও ব্যাপক ভাবে বাজি ফাটিয়েই উদযাপন করেন মানুষজন। আর এমনই এক সময়ে ছোট্ট বাচ্চাটিকে দেখা গেল একটি পথকুকুরের কান হাত দিয়ে ঢেকে রাখতে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।

Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 05, 2022 | 11:42 AM

বাচ্চাদের কে না ভালবাসে! নিষ্পাপ শিশুদের খুনসুটি মনমরা মানুষেরও মন ভাল করে তুলতে পারে যে কোনও সময়। আবার সেই বাচ্চাদের অনেক সময় অনেক কিছুই করতে দেখা যায়, যা বড়দেরও ভাবিয়ে তোলে। তেমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি খুব হইচই ফেলেছে। চাইনিজ় নিউ ইয়ারের (Chinese New Year) সেলিব্রেশনের সময়কার একটি ভিডিয়ো। এই সময়টা অন্যান্য দেশের মতো সে দেশেও ব্যাপক ভাবে বাজি ফাটিয়েই উদযাপন করেন মানুষজন। আর এমনই এক সময়ে ছোট্ট বাচ্চাটিকে দেখা গেল একটি পথকুকুরের (Dog) কান হাত দিয়ে ঢেকে রাখতে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি (Viral Video)


১৬ সেকেন্ডের ছোট্ট এই ভিডিয়োটি ট্যুইটারে শেয়ার করেছেন টং বিংজ়ু নামের একটি ব্যক্তি। এমনই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো যে, এর মধ্যেই ৪ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। ভিডিয়োতে কুকুরটিকে দেখা যাচ্ছে বাজির শব্দে সে রীতিমতো ভীত, সন্ত্রশ্ত। আর তখনই সেই বাচ্চাটিকে দেখা যায় কুকুরের কান দুটি নিজের দিয়ে ঢেকে রাখতে।

ট্যুইটারে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “চিনে নববর্ষ উদযাপনের সময় মন কেড়ে নিল ছোট্ট এই ভিডিয়োটি। বাজির শব্দে যাতে পথকুকুরটির কোনও সমস্যা নয় হয়, তা নিশ্চিত করতে তার কান ঢেকে রাখল বাচ্চা মেয়েটি।” এই ভিডিয়োটি দক্ষিণপূর্ব চিনের জিয়াংজ়ি প্রদেশে তোলা হয়েছে বলে জানিয়েছেন ওই ট্যুইটার ইউজার।


ট্যুইটারে এই ভিডিয়োটি এখনো পর্যন্ত ৬১,০০০ লাইক পেয়েছে। রিট্যুইট করা হয়েছে ১০,০০০ বার। আর নানা দেশ থেকে ইউজারদের নানাবিধ মন্তব্যে কমেন্ট সেকশন তো টইটম্বুর।

একজন ইউজার লিখেছেন, “আমাদের দেখা সবথেকে পবিত্র একটা জিনিস”। আর একজন ইউজার লিখলেন, “ভালবাসাই ভগবান, আর সেই ভালবাসাকে শব্দে বর্ণনা করা যায় না! আমরা মানুষ যদি মৌলিক ভাবে যত্নশীল এবং সদয় হতাম, তাহলে পৃথিবীতে অনেক মানুষ ভাল থাকত! দিনরাতের মতো জীবনের দুটি দিক আছে, তা হলো ভালো আর মন্দ! মন্দ সবসময় প্রেমের বিপরীত।”

আরও পড়ুন: Viral Video: ১৩০০০ ফুট উচ্চতায় কাঁচা বাদাম গানে ভাংরা, দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে নেটিজেনদের বাহবা!

আরও পড়ুন: Viral Video: জিপের বনেটে নাচতে-নাচতেই বরকে আনতে গেলেন কনে, ভোপালের তরুণীর এই ‘ভাবনা’কে নেটাগরিকদের কুর্নিশ

আরও পড়ুন: Viral Video: ৩ বছরের সন্তানকে হিংস্র ভাল্লুকের সামনে ফেলে দিল মা, উজবেকিস্তানের ঘটনায় শিউরে উঠছে বিশ্ব