Viral Video: একটু স্বস্তির নিঃশ্বাস! যুদ্ধের মধ্যে বুখারেস্টের শিবির থেকে ভারতীয় পড়ুয়ার জন্মদিন পালনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Russia-Ukraine Conflict: ইতিমধ্যেই বহু ভারতীয় এবং ভারতীয় পড়ুয়ারা রোমানিয়ার বুখারেস্টের যুদ্ধ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রাণ হাতে নিয়ে দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে সবাই।

Viral Video: একটু স্বস্তির নিঃশ্বাস! যুদ্ধের মধ্যে বুখারেস্টের শিবির থেকে ভারতীয় পড়ুয়ার জন্মদিন পালনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 7:40 PM

গত বৃহস্পতিবার রাশিয়ার (Russia) প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা করার পরই প্রতিবেশী দেশের উপরে লাগাতার হামলা শুরু করেছে রুশ সেনা। রাজধানী কিয়েভ(Kyiv)-এও ঢুকে পড়েছে রাশিয়ার ট্যাঙ্কার। এই পরিস্থিতিতে সে দেশে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছিল বিদেশমন্ত্রক। মঙ্গলবার ভারতীয় দূতাবাসের তরফ থেকে ভারতীয়দের যেন-তেন প্রকারে কিয়েভ ত্যাগ করতে বলা হয়। ইতিমধ্যেই বহু ভারতীয় এবং ভারতীয় পড়ুয়ারা রোমানিয়ার বুখারেস্টের (Bucharest) যুদ্ধ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রাণ হাতে নিয়ে দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে সবাই। তারই মধ্যে ওই শিবিরে পালন করা হল এক ভারতীয় পড়ুয়ার (Indian Student) জন্মদিন। সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুদ্ধ শিবিরে এক ভারতীয় পড়ুয়ার জন্মদিন পালন করা হচ্ছে। ওই পড়ুয়ার মুখে হাসি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন? এই আনন্দটা শুধু জন্মদিনের নয়। ইউক্রেন থেকে বেঁচে ফিরতে পারছেন ওই যুবতী। ওই পড়ুয়ারা এখন জানেন যে ভারত সরকার খুব শীঘ্রই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,

ইউক্রেনে ভারতীয়দের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের মধ্যে অধিকাংশের বেশিই পড়ুয়া। ইতিমধ্যেই আট হাজারেরও বেশি মানুষকে ইউক্রেন থেকে দেশে ফেরাতে সক্ষম হয়েছে ভারত সরকার। তবুও অধিকাংশের বেশির মানুষ এখনও আটকে ইউক্রেনে। যাদের পক্ষে সম্ভব হয়েছে তাঁরা সীমান্ত পেরিয়ে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় আশ্রয় নিচ্ছে। সেখান থেকে ভারতীয় দূতাবাস তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা করছে। কিন্তু যাঁরা এখনও আটকে রয়েছে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে, তাঁদের এই মুহূর্তে কী অবস্থা, কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন, সব কিছুই অজানা।

আরও পড়ুন: Russia-Ukriane Viral Video: মুখে জ্বলন্ত সিগারেট, জীবনের ঝুঁকি নিয়ে বোমা সরাচ্ছেন এক ইউক্রেনিয়! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: যুদ্ধের কী পরিস্থিতি? “ইউক্রেন জিতছে, রাশিয়া আত্মসমর্পণ করছে!” আটকে পড়া রুশ সেনাদের প্রশ্নে সপাটে জবাব ইউক্রেনীয় ব্যক্তির

আরও পড়ুন: Viral Video: কোলের সন্তানদের নিরাপদে ইউক্রেন থেকে হাঙ্গেরি পৌঁছে দিলেন, অপরিচিত মহিলাকে মায়ের আলিঙ্গন, ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল!