Viral Video: অসম্ভব সাহস আর বুদ্ধির জোরে একদল কুমিরের মুখ থেকে প্রাণ বাঁচিয়ে পালাল মোরগ
Latest Viral Video: এই ভিডিয়োটি 10 জুলাই টুইটার হ্যান্ডেল @BillyM2k থেকে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই টুইটটি 12 লাখেরও বেশি ভিউ এবং 15 হাজার লাইক পেয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন।
জলের যে প্রাণীটার ভয়ে জঙ্গলের তাবড় তাবড় পশুরা জল খেতে নামতে ভয় পায়, তাদেরই নাজেহাল করে ছাড়ল একটি মোরগ। কুমির যে জলের ভয়ঙ্কর শিকারী, তা আর বলার অপেক্ষা থাকে না। তার শিকার থেকে পালানো সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো অধিকাংশ নেটিজ়েনদের চমকে দিয়েছে। ভিডিয়োয় একটি মোরগ কুমিরের ডেরায় পড়ে গিয়েছে। সেখানে প্রচুর কুমির থাকা সত্ত্বেও তাকে ধরতে পারল না একটা কুমিরও। বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে যা হল, তা আপনি ভাবতেও পারবে না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মোরগ 20 থেকে 25টি কুমিরের মধ্যে আটকা পড়ে গিয়েছে। কিছু কুমির জলের ভিতরে, আবার কিছু জমিতে শুয়ে রয়েছে। মোরগটি পুকুরের পাড়ে পৌঁছানো মাত্রই কুমিররা তাকে আক্রমণ শুরু করে। তবে প্রাণ বাঁচাতে দেওয়াল ঘেঁষে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। সেখানেও তাকে ধরার চেষ্টা করে কয়েকটি কুমির। কিন্তু মোরগটি সব কুমিরের থেকে বেঁচে পালায়। অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তাকে ধরতে পারে না কুমিরগুলি। আর এই দৃশ্য দেখে নেটিজ়েনদের চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় নেই।
chicken escape pic.twitter.com/anT2AdNNI1
— Shibetoshi Nakamoto (@BillyM2k) July 9, 2023
এই ভিডিয়োটি 10 জুলাই টুইটার হ্যান্ডেল @BillyM2k থেকে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই টুইটটি 12 লাখেরও বেশি ভিউ এবং 15 হাজার লাইক পেয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “প্রাণে বাঁচার চেষ্টায় সে এদিক ওদিক ছুটে বেরাচ্ছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আমি এর আগে এমন সাহসী মোরগ দেখিনি।”