AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ছুরি নিয়ে মাদারির দিকে তেড়ে গেল বাঁদর, বন্দুক বের করতেই যা কাণ্ড করল…

Latest Viral Video: ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'বেস্টমনকিমোমেন্টস' নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষ দেখেছেন।

Viral Video: ছুরি নিয়ে মাদারির দিকে তেড়ে গেল বাঁদর, বন্দুক বের করতেই যা কাণ্ড করল...
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 8:30 AM
Share

Viral Video Today: অনেকেই এমন আছেন যারা রাস্তায় বাঁদর খেলা দেখেছেন। সার্কাস থেকে শুরু করে মেলায়, পশু-পাখির খেলা বিশেষ করে মোরগের লড়াই, ষাড়ের লড়াই, মহিষের দৌঁড় বা বাঁদর লড়াই, বেজী বা সাপের লড়াই ইত্যাদি নানান প্রতিযোগীতা হামেশাই হয়ে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ধরনের পশু-পাখিদের নিয়ে খেলা দেখানো বা লড়াই দেখানো আইনত বেআইনি। তবুও অনেকেই জীবিকার প্রয়োজনে এমনটা করে থাকেন। যে কোনও উদ্দেশ্যেই হোক না কেন তা দন্ডনীয় অপরাধ। এখনও দেখা যায় রাস্তায় ঘুরে ঘুরে খেলা দেখান অনেক মাদারিরাই। সঙ্গে থাকে এক বা একাধিক বাঁদর। বাঁদরগুলিও যা যা জানে সেগুলি একে একে প্রদর্শন করতে থাকে মানুষের কাছে।তেমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একজন মাদারি খেলা দেখাচ্ছেন। আর তার সঙ্গে দু’টি বাঁদর রয়েছে। তারা সবার সামনে এমন কিছু করে বসল, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মাদারী দু’টি বাঁদরকে নিয়ে খেলা দেখাচ্ছে। আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। হঠাৎই একটি বাঁদর কিছু একটা দেখে রেগে গেল এবং ছুরি নিয়ে মাদারীকে মারতে ছুটে গেল। কিন্তু তারপরেই সেই মাদারি বাঁদরটির দিকে বন্দুক তাক করল। আর সে ছুরি ফেলে দূরে সরে গেল। এমনকি তারপর মাদারীর ইশারায় নাচতে লাগল।

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘বেস্টমনকিমোমেন্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষ দেখেছেন। যেখানে প্রায় তিন লাখ মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখে। কেউ বলেছেন, “বাঁদরটি বন্দুক দেখে ভয় পেল।”