Viral Video: দিব্যি মানুষের মতো গল্ফ কার্ট চালাল ওরাং ওটাং, সিদ্ধহস্ত গাড়ির স্পিড কন্ট্রোলেও
Latest Viral Video: এই ভিডিয়োতে আপনি যে ওরাং ওটাংটিকে দেখতে পাচ্ছেন, তার নাম দেওয়া হয়েছে র্যাম্বো। র্যাম্বো গল্ফ কার্ট সহ বিভিন্ন ধরনের ছোট গাড়ি চালাতে পারদর্শী। র্যাম্বো খুব অল্প বয়স থেকেই বিভিন্ন গাড়ি চালাচ্ছে। র্যাম্বোর এই ভিডিয়োটি বেশ পুরনো।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় পশু-পাখিদের অনেক ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু আপনি কি কখনও কোনও প্রাণীকে গল্ফ কার্ট বা অন্য কোনও গাড়ি চালাতে দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি ওরাং ওটাং-কে মানুষের মতোই গলফ কার্ট (গাড়ি) চালাতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি দেখলে আপনি চমকে উঠবেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যাতে একজন ওরাং ওটাংকে গলফ কার্ট চালাতে দেখা যায়। তার গাড়ি চালানোর দক্ষতা দেখে কেউ বলতে পারবে না যে সে পশু। ওরাঙ্গুটানের গলফ কার্ট চালানোর দক্ষতা দেখে সবাই মুগ্ধ। তথ্য অনুযায়ী, ভিডিয়োটি দুবাইয়ের। আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা, যার নাম শেখা ফাতিমা রশিদ আল মাকতুম, তার দুবাইতে একটি চিড়িয়াখানা রয়েছে। এই চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীর সঙ্গে ওরাং ওটাংও রাখা হয়।
?An orangutan driving a golf cart, checking the rear-view mirror, being cautious, and slowing down pic.twitter.com/hf8HoYHd5g
— Tansu YEĞEN (@TansuYegen) July 30, 2023
এই ভিডিয়োতে আপনি যে ওরাং ওটাংটিকে দেখতে পাচ্ছেন, তার নাম দেওয়া হয়েছে র্যাম্বো। র্যাম্বো গল্ফ কার্ট সহ বিভিন্ন ধরনের ছোট গাড়ি চালাতে পারদর্শী। র্যাম্বো খুব অল্প বয়স থেকেই বিভিন্ন গাড়ি চালাচ্ছে। র্যাম্বোর এই ভিডিয়োটি বেশ পুরনো। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আবারও আলোচনার বিষয় হয়ে উঠেছেন র্যাম্বো। অধিকাংশ নেটিজ়েনই র্যাম্বোকে দেখে মুগ্ধ। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “কীভাবে একটা প্রাণী এত মেধাবী হতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি দেখে চমকে গেলাম। এ আমার থেকেও ভাল গাড়ি চালাচ্ছে।”