Viral Video: মহিলার হাতে ট্যাটু করতে গিয়ে ভুল বানান লিখে হাসির খোরাক এই আর্টিস্ট

Latest Viral Video: এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। একটা জিনিস খেয়াল করতেই হবে, ট্যাটুতে কিছু ভুল হলে লোকেরা সাধারণত রেগে যায়। কিন্তু এই মহিলা কোনও রকম ঝামেলা না করে, ভুলটিকে মজার ছলে নিয়েছেন।

Viral Video: মহিলার হাতে ট্যাটু করতে গিয়ে ভুল বানান লিখে হাসির খোরাক এই আর্টিস্ট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 2:00 PM

মনে করুন আপনি ট্যাটু করাতে গিয়েছেন, আর আপনার সঙ্গী নাম লেখাবেন বলে ঠিক করেছেন। অথবা মনে করেছেন এমন কিছু লিখবেন, যা আপনি বাড়ি থেকে ঠিক করে এসেছেন। অনেক কষ্ট, ব্যাথা সহ্য করার পর দেখলেন ট্যাটু আর্টিস্ট ভুল বানান লিখে দিয়েছে। একবার ভেবে দেখুন তো, কী হবে? এমনই একটি কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। কখনও দাঁতের কামড়ের উপর ট্যাটু। কখনও লিপস্টিকের উপর ট্য়াটু। কিন্তু এই ভিডিয়ো দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। কিন্তু ট্যাটু আর্টিস্ট এমন কী ভুল করে বসল?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা তার হাতে ‘Everything’s Fine’ লিখতে চেয়েছিলেন। এর বাংলা অর্থ হল ‘সবকিছু ঠিক আছে’। কিন্তু তা আর হল কই! তার জায়গায় ট্যাটু আর্টিস্ট লিখে বসলেন ভুল বানান। সামান্য ভুলের কারণে এই শব্দটি থেকে একটি অক্ষর হারিয়ে গিয়েছে। এভরিথিং’স ফাইন লেখার পরিবর্তে, ট্যাটু আর্টিস্ট এভারথিং’স ফাইন (Everthing’s Fine) লিখেছেন। অর্থাৎ Y অক্ষরটি কোনও কারণে লিখতে ভুলে গিয়েছেন। ব্যাস আর তাতেই ঘটেছে পুরো কাণ্ড। এই বানান দেখে হাসি থামিয়ে রাখতে পারেননি সেই মহিলাও। এদিকে ট্যাটু আর্টিস্ট মুখ কাচুমাচু করে বসে রয়েছেন এক পাশে।

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। একটা জিনিস খেয়াল করতেই হবে, ট্যাটুতে কিছু ভুল হলে লোকেরা সাধারণত রেগে যায়। কিন্তু এই মহিলা কোনও রকম ঝামেলা না করে, ভুলটিকে মজার ছলে নিয়েছেন। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। বহু মানুষ কমেন্টে এই মহিলার প্রশংসা করেছে।